ঢাকা: করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় শারীরিক দূরত্ব বজায় রেখে যাত্রী পরিবহনের নির্দেশ দেওয়া হয়েছে সকল ধরনের নৌযান মালিকদের। এর পরিপ্রেক্ষিতে নৌ পরিবহনে ভাড়া বাড়ানোর প্রস্তাব দিয়েছে মালিকেরা।
নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী জানিয়েছেন- নৌ পরিবহনে ভাড়া বাড়ানোর ব্যাপারে বুধবার (৩১ মার্চ) বিকেলে মালিক পক্ষের সঙ্গে বৈঠক করবে বাংলাদেশ নৌ পরিবহন কর্তৃপক্ষ (বিআইটিএ)।
সারাবাংলাকে তিনি বলেন, ‘এখন পর্যন্ত ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত হয়নি। বৈঠকের পর সিদ্ধান্ত জানানো হবে। তবে শারীরিক দূরত্ব বজায় রেখে যাত্রী পরিবহনে নৌ পরিবহন মালিকদের নির্দেশ দেওয়া আছ।’