Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দিনে সাড়ে ৩ ঘণ্টা করে চলবে বইমেলা

স্টাফ করেসপন্ডেন্ট
৩১ মার্চ ২০২১ ১৫:৪২

ঢাকা: করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় অমর একুশে বইমেলার সূচিতে পরিবর্তন আনা হয়েছে। বৃহস্পতিবার (১ এপ্রিল) থেকে বইমেলা বিকেল ৩টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত সাড়ে ৩ ঘণ্টা করে চলবে।

বাংলা একাডেমির জনসংযোগ, তথ্যপ্রযুক্তি ও প্রশিক্ষণ বিভাগের পরিচালক অপরেশ কুমার ব্যানার্জী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশে ক্রমবর্ধমান করোনা পরিস্থিতিতে অমর একুশে বইমেলা ২০২১ এর সময়সূচিতে আজ থেকে পরিবর্তন আনা হয়েছে। এখন থেকে বইমেলা শুরু হবে বেলা ৩টায় এবং শেষ হবে সন্ধ্যা সাড়ে ৬টায়। পুরনো সূচিতে আজকেই বইমেলার শেষ দিন।

উল্লেখ্য, বইমেলা বিকেল ৩টায় শুরু হয়ে রাত ৯টা পর্যন্ত চলতো। ছুটির দিনগুলোতে এই মেলার সময় ছিল সকাল ১১টা থেকে রাত ৯টা।

সারাবাংলা/টিএস/এসএসএ

অমর একুশে বইমেলা-২০২১ টপ নিউজ

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর