Thursday 29 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ না পাওয়ার কোনো কারণ নেই: অর্থমন্ত্রী

স্পেশাল করেসপন্ডেন্ট
৩১ মার্চ ২০২১ ১৬:১৩

ফাইল ছবি

ঢাকা: করোনা ভাইরাসের ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ না পাওয়ার কোনো কারণ নেই বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

বুধবার (৩১ মার্চ) দুপুরে অর্থনৈতিক বিষয় এবং সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে এক ভার্চুয়ালি সভায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

করোনা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নিয়ে সংশয় রয়েছে গণমাধ্যমে এমন সংবাদ প্রসঙ্গে জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, ‘এ ধরনের কোনো মেসেজ আমার কাছে নেই। বিভিন্ন মানুষ বিভিন্ন কথা বলবে।”

তিনি বলেন, আমরা ভ্যাকসিনের জন্য ইতোমধ্যে টাকা পরিশোধ করেছি। ভ্যাকসিন না পাওয়ার কোন কারণ নেই, আমরা ভ্যাকসিন পাবো।’

করোনার সংক্রমণ বেড়ে যাওয়ার কারণে অফিস-আদালত বন্ধ করার কোনো পরিকল্পনা রয়েছে কি না জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, ‘এ ধরনের সিদ্ধান্ত নেওয়ার জন্য অন্যতম একটি বিষয় হলো ভ্যাকসিন, সেই ভ্যাকসিনের কাজ চলমান রয়েছে।

আ হ ম মুস্তফা কামাল বলেন, করোনাকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করব। এরমাঝে আমাদের প্রধানমন্ত্রীর মুখ্যসচিব পদক্ষেপগুলোর বিষয়ে জানিয়েছেন। সেই পদক্ষেপগুলো পরিপালন করা হবে। সেগুলো পরিপালন হলে আমি আশা করি করোনা সংক্রমণ কমে আসবে।’

সারাবাংলা/জিএস/এসএসএ

অর্থমন্ত্রী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর