সিলেট: লালাবাজারে ঢাকা-সিলেট মহাসড়কে যাত্রীবাহী বাসচাপায় সিএনজি অটোরিকশা আরোহী তিন যাত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই অটোরিকশা যাত্রী। বুধবার (৩১ মার্চ) বিকেল ৫টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ওসি জানান, লালাবাজারে হবিগঞ্জ এক্সপ্রেস নামের যাত্রীবাহী বাস সিএনজি অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশা চালক শামীম মিয়া মারা যায়।
হাসপাতালে নেওয়ার পথে সিএনজি অটোরিকশা যাত্রী রাহেলা বেগম ও হাসপাতালে ভর্তি করার পর রাহেলা বেগমের মেয়ে কামরুন্নাহার শিপা মারা যান। নিহতদের বাড়ি সিলেটের বিশ্বনাথ উপজেলার পূর্ব চানশীরকাপন গ্রামে।
তিনি আরও জানান, আহতদের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।