Sunday 08 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বডিস্প্রে নিয়ে ব্যাংকে ঢুকে বোমাতঙ্ক ছড়ানো যুবক গ্রেফতার

স্পেশাল করেসপন্ডেন্ট
৩১ মার্চ ২০২১ ২০:০৭

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে বাণিজ্যিক ব্যাংকের কার্যালয়ে ঢুকে বোমা বিস্ফোরণের ‍আতঙ্ক ছড়িয়ে ৫০ লাখ টাকা দাবির অভিযোগে তারিকুল ইসলাম (২০) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। বুধবার (৩১ মার্চ) বিকেলে নগরীর ইপিজেড থানার বন্দরটিলা এলাকায় ট্রাস্ট ব্যাংকের একটি শাখায় এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন নগর পুলিশের বন্দর জোনের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) অলক বিশ্বাস।

পুলিশ ও র‌্যাব কর্মকর্তারা জানিয়েছেন, ব্যাংকের কর্মীদের জিম্মি করে ওই যুবক টাকা দাবি করেন। খবর পেয়ে পুলিশ ও র‌্যাবের কর্মকর্তারা গিয়ে ওই ব্যাংকের কার্যালয় ঘিরে কর্মীদের বের করে আনেন। যুবককে গ্রেফতার করা হয়েছে। তবে তার কাছে বিস্ফোরক জাতীয় কিছুই পাওয়া যায়নি। শুধু পকেটে একটি বডি স্প্রে পাওয়া গেছে।

সংশ্লিষ্টরা জানান, আর্থিক অনটনের হতাশা থেকে মধ্যপ্রাচ্য ফেরত ওই যুবক এমন প্রতারণার আশ্রয় নিয়েছেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন।

গ্রেফতার তারিকুল ইসলামের বাড়ি কক্সবাজার জেলার চকরিয়া উপজেলায়। এক বছর আগে কাতার থেকে ‘নিঃস্ব অবস্থায়’ তিনি দেশে ফেরেন বলে জানিয়েছেন এডিসি অলক বিশ্বাস।

পুলিশ কর্মকর্তা অলক সারাবাংলাকে বলেন, ‘বিকেল সাড়ে ৫টার দিকে আমরা খবর পাই যে, এক যুবক ট্রাস্ট ব্যাংকের কার্যালয়ে ঢুকে তার কাছে বোমা আছে বলে হুমকি দিতে থাকেন। টাকা না দিলে বোমা বিস্ফোরণ ঘটানো হবে বলেও তিনি হুমকি দেন। এসময় ব্যাংকে ১২ জনের মতো কর্মকর্তা-কর্মচারি ছিলেন, তারা আতঙ্কিত হয়ে পড়েন। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। র‌্যাবের সদস্যরাও আসেন। আমরা ভবনটি ঘিরে রাখি। বোম্ব ডিসপোজাল ইউনিটের সদস্যরাও ঘটনাস্থলে পৌঁছান।’

তিনি বলেন, ‘কিছুক্ষণ পর ভেতরে ঢুকে তাকে আটক করি। ব্যাংকের কর্মকর্তা-কর্মচারিদের নিরাপদে বের করে আনি। তারিকুলের পকেটে একটি প্লাস্টিকের ছোট বডি স্প্রের কৌটা পাওয়া গেছে। বোম্ব ডিসপোজাল ইউনিট পুরো কার্যালয় এবং ভবনে তল্লাশি করে দেখেছে। কোথাও বিস্ফোরক জাতীয় কিছুই পাওয়া যায়নি। তারিকুলকে ইপিজেড থানায় নেওয়া হয়েছে।’

র‌্যাবের চট্টগ্রাম জোনের অধিনায়ক লে. কর্ণেল মশিউর রহমান জুয়েল সারাবাংলাকে বলেন, ‘পকেটে বডিস্প্রের কৌটা নিয়ে ব্যাংকে ঢুকে হুমকি দেয় যে, তার কাছে ডিভাইস আছে। এছাড়া বোমাও পুঁতে রাখা হয়েছে। ৫০ লাখ টাকা না দিলে বিস্ফোরণ ঘটানো হবে। আমরা ব্যাংকের কার্যালয়সহ পুরো ভবন ঘেরাও করে তাকে আটক করে নিয়ে আসি। ব্যাংকে কোথাও বোমার অস্তিত্ব নেই বলে আমরা নিশ্চিত হয়েছি।’

তারিকুলকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে এডিসি অলক বিশ্বাস সারাবাংলাকে বলেন, ‘তারিকুল অষ্টম শ্রেণি পর্যন্ত পড়ালেখা করেছে। চকরিয়ায় বাড়িতে থাকে। কিছুদিন কাতারে ছিল। বছরখানেক আগে একেবারে নিঃস্ব হয়ে দেশে ফেরেন। খুব সম্ভবত করোনার কারণে কাজ হারিয়েছে। মূলত আর্থিক অনটনের কারণে সে খুব হতাশার মধ্যে ছিল। টাকার জন্যই সে এই প্রতারণার আশ্রয় নিয়েছে বলে আমাদের জানিয়েছে।’

মানসিক প্রতিবন্ধী কি না জানতে চাইলে তিনি বলেন, ‘সেরকম মনে হচ্ছে না। তবে হতাশগ্রস্ত বলে মনে হচ্ছে।’

সারাবাংলা/আরডি/এসএসএ

বডিস্প্রে নিয়ে ব্যাংকে ঢুকে বোমাতঙ্ক


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর