২য় শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে প্রৌঢ় গ্রেফতার
১ এপ্রিল ২০২১ ০০:১৫
কুড়িগ্রাম: কুড়িগ্রামের উলিপুরে দ্বিতীয় শ্রেণির এক শিশু শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে ৫০ বছর বয়সী মহুবর রহমানকে গ্রেফতার করেছে পুলিশ। ধর্ষণের শিকার শিশুটির ডাক্তারি পরীক্ষা করা হয়েছে। শিশুটিকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
মঙ্গলবার (৩০ মার্চ) দুপুরে কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার গুনাইগাছ ইউনিয়নের রামধন দাশপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। শিশুটির বাবা বাদী হয়ে উলিপুর থানায় মামলা দায়ের করলে তদন্তকারী কর্মকর্তার নেতৃত্বে পুলিশ ওই রাতেই অভিযান চালিয়ে আসামি মহুবরকে গ্রেফতার করে।
এলাকাবাসী ও মামলার অভিযোগ সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরের দিকে শিশুটি তার এক সহপাঠীর সঙ্গে বাড়ির পাশেই পরিত্যক্ত জমিতে গরুর জন্য ঘাস সংগ্রহ করতে যায়। সেখানে আগে থেকেই গরুকে ঘাস খাওয়ানোর জন্য অবস্থান করছিলেন একই গ্রামের মনির উদ্দিনের ছেলে মহুবর। দুই শিশুকে দেখে তিনি এগিয়ে যান এবং শিশু শিক্ষার্থীকে জাপটে ধরেন। এসময় সঙ্গী আরেক শিশু ভয় পেয়ে ওই শিশুর বাড়ি গিয়ে ঘটনাটি জানায়। এর মধ্যেই মাহুবর শিশুটিকে পাশের একটি নির্জন এলাকায় নিয়ে ধর্ষণ করেন।
ধর্ষণের শিকার শিশুটি শারীরিক অসুস্থতা নিয়ে কোনোমতে বাড়ি ফিরে ঘটনাটি জানায়। তাকে দ্রুত হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। পরে শিশুটির বাবা থানায় গিয়ে মামলা করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা উলিপুর থানার উপপরিদর্শক (এসআই) হারিছুর রহমান প্রধান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আদালত শিশুটির জবানবন্দি রেকর্ড করেছেন। মহুবর রহমানকে গ্রেফতার করা হয়েছে। জিজ্ঞাসাবাদ চলছে। তাকে আদালতে হাজির করা হবে। অপরাধ স্বীকার করতে চাইলে আদালতে তার স্বীকারোক্তিমূলক জবানবন্দি নেওয়া হবে।
সারাবাংলা/টিআর