Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামের নির্দোষ মিনুর জামিনের বিষয়ে আদেশ ৫ এপ্রিল

স্টাফ করেসপন্ডেন্ট
১ এপ্রিল ২০২১ ১৪:১৭

ঢাকা: চট্টগ্রামে খুনের মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কুলসুম আক্তার ওরফে কুলসুমীর বদলে কারাগারে সাজা খাটা মিনু আক্তারের জামিনের ওপর হাইকোর্টের শুনানি শেষ হয়েছে। এ বিষয়ে আগামী সোমবার (৫ এপ্রিল) আদেশের জন্য দিন ধার্য করেছেন আদালত।

বৃহস্পতিবার (১ এপ্রিল) হাইকোর্টের বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত ভার্চুয়াল বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে মিনুর পক্ষে শুনানি করেন আইনজীবী মুহাম্মদ শিশির মনির। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেমারেল ব্যারিস্টার সরোয়ার হোসেন বাপ্পী।

এর আগে বুধবার (৩১ মার্চ) চট্টগ্রামের কেন্দ্রীয় কারাগারে একটি হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি কুলসুম আক্তার কুলসুমী নামে এক নারীর বদলে সাজা ভোগ করা মিনুর ঘটনা হাইকোর্টের নজরে আনা হয়। গত ২৪ মার্চ মিনুর নথি হাইকোর্টে পাঠানো হয়। এর আগে ২৩ মার্চ মিনুর উপ-নথি হাইকোর্টে পাঠানোর আদেশ দেন আদালত। চট্টগ্রাম অতিরিক্ত মহানগর দায়রা জজ শরীফুল আলম ভুঁঞার আদালত সেদিন এ আদেশ দেন।

কারাগারের একটি বালাম বই দেখতে গিয়ে মিনুর সাজা খাটার বিষয়টি উঠে আসে। কোনো কিছুর মিল না থাকায় একজনের স্থলে আরেকজন জেল খাটার বিষয়টি আদালতের নজরে আনেন চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মো. শফিকুল ইসলাম খান। পরে এ মামলার প্রয়োজনীয় কাগজপত্র হাইকোর্টে পাঠানোর আদেশ দেন চট্টগ্রামের আদালত।

মহানগর দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (পিপি) মো. নোমান চৌধুরী বলেন, আদালতে সংরক্ষিত ছবি সংবলিত নথিপত্র দেখে কুলসুম আক্তার কুলসুমী আর মিনু এক নয় বলে নিশ্চিত হয়েছেন। যেহেতু এরইমধ্যে এ মামলার রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করা হয়েছে, তাই মামলার নথি দ্রুত সময়ের মধ্যে হাইকোর্টে পাঠানো হয়।

বিজ্ঞাপন

হত্যা মামলায় আদালত যাবজ্জীবনসহ ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেন কুলসুম আক্তার কুলসুমীকে। কিন্তু আদালতে আত্মসমর্পণ করে জেল খাটছেন মিনু নামে এক নারী। নামের মিল না থাকার পরও কুলসুম আক্তার কুলসুমীর বদলে মিনু দুই বছর নয় মাস ১০ দিন ধরে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে রয়েছেন।

সারাবাংলা/কেআইএফ/এমআই

জামিন নির্দোষ মিনু

বিজ্ঞাপন
সর্বশেষ

কোস্ট গার্ডের নতুন ডিজি জিয়াউল হক
২৯ সেপ্টেম্বর ২০২৪ ১১:৩২

সম্পর্কিত খবর