Wednesday 03 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি বাপ্পি লাহিড়ী


১ এপ্রিল ২০২১ ১৬:৫০

বলিউড ইন্ডাস্ট্রিতে আবার করোনার থাবা। এবার কোভিড পজিটিভ বর্ষীয়ান সংগীতশিল্পি বাপ্পি লাহিড়ী। তাকে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে গণমাধ্যমকে জানিয়েছেন শিল্পীর মুখপাত্র।

ভারতীয় গণমাধ্যমে শিল্পীর মুখপাত্র জানিয়েছেন, করোনা সংক্রান্ত সমস্ত সতর্কতা নিয়েছিলেন বাপ্পি লাহিড়ী। কিন্তু তা সত্ত্বেও করোনার কবল থেকে বাঁচতে পারেননি। বয়সের কথা মাথায় রেখেই মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করা হয়েছে ৬৮ বছরের শিল্পীকে। ডাক্তাররা তাকে পর্যবেক্ষণে রেখেছেন।

এদিকে বাপ্পি লাহিড়ীর মেয়ে রেমা জানিয়েছেন, শিল্পীর শরীরে করোনার উপসর্গ দেখা মাত্রই তাকে হাসপাতালে ভর্তি করা হয়। গত কয়েকদিনে বাপ্পি লাহিড়ী এবং তার পরিবারের সংস্পর্শে যারা এসেছেন, তাদের প্রত্যেককে করোনা পরীক্ষা করার পরামর্শ দিয়েছেন রেমা। পাশাপাশি বাপ্পি লাহিড়ীর আরোগ্য কামনা করার জন্য দেশ ও বিদেশের অনুরাগীদের ধন্যবাদও জানিয়েছেন শিল্পীর কন্যা।

বিজ্ঞাপন

বাংলার জলপাইগুড়িতে জন্ম হলেও বলিউডের ‘ডিস্কো কিং’ বাপ্পি লাহিড়ী। বিগত কয়েক বছর ধরে মুম্বইতেই থাকেন পরিবারের সঙ্গে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর