Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

একদিনে দ্বিতীয় সর্বোচ্চ ৫৯ জনের মৃত্যুর রেকর্ড

সারাবাংলা ডেস্ক
১ এপ্রিল ২০২১ ১৬:৫৮

দেশে করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ বছর পেরিয়ে এসে নতুন নতুন রেকর্ড গড়তে শুরু করেছে। এরই মধ্যে গত কয়েকদিন ধরেই টানা সংক্রমণ শনাক্ত হচ্ছে ৫ হাজারের বেশি। করোনা সংক্রমণ নিয়ে মৃত্যুর সংখ্যাতেও এখন নতুন রেকর্ড হতে শুরু করেছে।

স্বাস্থ্য অধিদফতরের কোভিড-১৯ সংক্রান্ত বৃহস্পতিবারের (১ এপ্রিল) বিজ্ঞপ্তি বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা সংক্রমণ নিয়ে মারা গেছেন ৫৯ জন। এখন পর্যন্ত একদিনে করোনা সংক্রমণ নিয়ে মৃত্যুতে এটি দ্বিতীয় সর্বোচ্চ। এর আগে, গত ৩০ জুন দেশে করোনা সংক্রমণ নিয়ে ৬৪ জন মারা গিয়েছিলেন।

বিজ্ঞাপন

এই দুইটি দিনসহ করোনা সংক্রমণ নিয়ে একদিনে ৫০-এর বেশি মৃত্যুই হয়েছে মোট আট দিন। এর মধ্যে গতকাল বুধবারই (৩১ মার্চ) দেশে করোনা সংক্রমণ নিয়ে মারা গেছেন ৫২ জন।

কোভিড-১৯ সংক্রমণ নিয়ে একদিনে সর্বোচ্চ মৃত্যু যেসব দিনে

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, দেশে কোভিড-১৯ সংক্রমণ নিয়ে প্রথম মৃত্যুর ঘটনাটি ঘটে গত ১৮ মার্চ। এরপর থেকে দেশে এখন পর্যন্ত ৯ হাজার ৪৬ জন মারা গেছেন এই ভাইরাসের সংক্রমণ নিয়ে। দেশে একদিনে করোনা সংক্রমণ নিয়ে মৃত্যু ঘটেছে যে কয়েকদিন, সে কয়েকদিনের তথ্য নিচে তুলে ধরা হলো—

২০২০ সালের ৩০ জুন: এদিন দেশে করোনা সংক্রমণ নিয়ে ৬৪ জন মারা গিয়েছিলেন। এখন পর্যন্ত একদিনে করোনা সংক্রমণ নিয়ে মৃত্যুর রেকর্ড এটিই।

২০২১ সালের ১ এপ্রিল: এদিন দেশে করোনা সংক্রমণ নিয়ে মারা গেছেন ৫৯ জন। এখন পর্যন্ত একদিনে করোনা সংক্রমণ নিয়ে এটি দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড।

২০২০ সালের ৫ ও ৭ জুলাই: এই দুই দিনই দেশে কোভিড-১৯ সংক্রমণ নিয়ে মারা যান ৫৫ জন করে, যা এখন পর্যন্ত একদিনে তৃতীয় সর্বোচ্চ মৃত্যু।

বিজ্ঞাপন

২০২০ সালের ২৬ জুলাই ও ২৬ আগস্ট: এই দুই দিনই দেশে করোনা সংক্রমণ নিয়ে একদিনে চতুর্থ সর্বোচ্চ ৫৪ জন করে মারা গিয়েছিলেন।

২০২০ সালের ১৬ জুন: দেশে এদিন কোভিড-১৯ সংক্রমিত হয়ে মারা যান ৫৩ জন, যা এখন পর্যন্ত একদিনে করোনা সংক্রমণ নিয়ে সর্বোচ্চ মৃত্যুর তালিকায় রয়েছে পঞ্চম স্থানে।

২০২১ সালের ৩১ মার্চ: দেশে করোনা সংক্রমণ শনাক্তের বছর পেরিয়ে এসে এদিন ৫২ জন মৃত্যুবরণ করেছেন কোভিড-১৯ সংক্রমণ নিয়ে। দেশে করোনা সংক্রমণ নিয়ে একদিনে সর্বোচ্চ মৃত্যুর তালিকায় ষষ্ঠ স্থানে রয়েছে এই দিনটি।

এদিকে, দেশে কোভিড-১৯ আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে ১৮ মার্চ। সেদিন একজনের মৃত্যুর তথ্য জানানো হয় স্বাস্থ্য অধিদফতরের ব্রিফিংয়ে। এরই মধ্যে সেই সংখ্যা ৯ হাজার অতিক্রম করেছে।

দেশে করোনা সংক্রমণ নিয়ে প্রথম মৃত্যুর প্রায় একমাস পর ১৫ এপ্রিল করোনা সংক্রমণ নিয়ে মৃত্যুর সংখ্যা স্পর্শ করে ৫০-এর ঘর। ২০ এপ্রিল পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা ছিল ১০১ জন।

একমাস পাঁচ দিন পর ২৫ মে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা ছাড়িয়ে যায় পাঁচশ। ১৫ দিনের মাথায় ১০ জুন এই সংখ্যা স্পর্শ করে হাজারের ঘর।

এরপর ৫ জুলাই দুই হাজার, ২৮ জুলাই তিন হাজার, ২৫ আগস্ট চার হাজার, ২২ সেপ্টেম্বর পাঁচ হাজার, ৪ নভেম্বর ছয় হাজার ও ১২ ডিসেম্বর করোনা সংক্রমণ নিয়ে মৃত্যু পেরিয়ে যায় সাত হাজারের ঘর।

এরপর ২০২১ সালের ২৩ জানুয়ারি দেশে কোভিড-১৯ সংক্রমণ নিয়ে মৃত্যুর সংখ্যা পেরিয়ে যায় আট হাজার। গতকাল ৩১ মার্চ দেশে কোভিড-১৯ সংক্রমণ নিয়ে মৃত্যুর সংখ্যা ৯ হাজার ছাড়িয়ে যায়। আজ বৃহস্পতিবার পর্যন্ত এই সংখ্যা ৯ হাজার ১০৫।

সারাবাংলা/টিআর

করোনা সংক্রমণ করোনা সংক্রমণ নিয়ে মৃত্যু নারায়ণগঞ্জে করোনায় মৃত্যু ৩

বিজ্ঞাপন

নতুন বার্সেলোনায় মুগ্ধ মেসি
২৩ নভেম্বর ২০২৪ ১০:৫৫

মাদকের টাকার জন্য মা'কে খুন
২৩ নভেম্বর ২০২৪ ০৮:৫৭

আরো

সম্পর্কিত খবর