Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মার্চে ৮০ কোটি টাকার চোরা পণ্য ও মাদকদ্রব্য জব্দ বিজিবির

সিনিয়র করেসপন্ডেন্ট
১ এপ্রিল ২০২১ ১৭:২২

ঢাকা: গত মার্চে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সারাদেশে ৮০ কোটি ৬০ লাখ টাকার চোরাচালান পণ্য ও মাদকদ্রব্য জব্দ করেছে। এর মধ্যে সবচেয়ে বেশি রয়েছে মাদকদ্রব্য। বৃহস্পতিবার (১ এপ্রিল) দুপুরে বিজিবির জনসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘বিজিবি গত মার্চে দেশের সীমান্ত এলাকাসহ অন্যান্য জায়গায় অভিযান চালিয়ে মোট ৮০ কোটি ৬০ লাখ তিন হাজার টাকা মূল্যের বিভিন্ন চোরাচালান পণ্য ও মাদকদ্রব্য জব্দ করেছে। জব্দকৃত মাদকের মধ্যে রয়েছে ৯ লাখ ৯৫ হাজার ৯৯৫ পিস ইয়াবা ট্যাবলেট, ৪৬ হাজার ৩৭ বোতল ফেনসিডিল, ২৩ হাজার ২৭৭ বোতল বিদেশি মদ, ৩ হাজার ৬৭ ক্যান বিয়ার, এক হাজার ৯৪১ কেজি গাঁজা, ১৩ কেজি ৭৮৪ গ্রাম হেরোইন, ৩২ হাজার ২৫৪টি উত্তেজক ইনজেকশন, ৬ হাজার ৯২৪টি ইস্কাফ সিরাপ, ৯৩৩টি অ্যানেগ্রা/সেনেগ্রা ট্যাবলেট এবং ২১ লাখ ১৩ হাজার ১৪৪টি অন্যান্য ট্যাবলেট।’

বিজ্ঞাপন

তিনি জানান, জব্দকৃত অন্যান্য চোরাচালান দ্রব্যের মধ্যে রয়েছে- আট কেজি ৭০৪ গ্রাম সোনা, ৬৯ হাজার ৭৬২টি কসমেটিক্স সামগ্রী, তিন হাজার ৯৫২টি শাড়ি, দুই হাজার ৪৯৭টি থ্রিপিস/শার্টপিস, ৩৭৬টি তৈরি পোশাক, তিন হাজার ৪৯৫ ঘনফুট কাঠ, তিন হাজার ৬১৫ কেজি চা পাতা, ১০ হাজার ২০ কেজি কয়লা, তিনটি ট্রাক/কাভার্ডভ্যান, পাঁচটি প্রাইভেটকার/মাইক্রোবাস, আটটি পিকআপ, ২৩টি সিএনজি/ইঞ্জিন চালিত অটোরিকশা এবং ১০৮টি মোটরসাইকেল।

উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে- চারটি পিস্তল, একটি রিভলবার, চারটি বন্দুক, একটি এলজি, ১৮টি রকেট লাঞ্চারের গোলা, পাঁচটি ম্যাগাজিন, ৬৯৫ কেজি বিস্ফোরক দ্রব্য এবং ১৭ রাউন্ড গুলি। এছাড়াও সীমান্তে বিজিবির অভিযানে ইয়াবাসহ বিভিন্ন প্রকার মাদক পাচার ও অন্যান্য চোরাচালানে জড়িত থাকার অভিযোগে ২৪৯ জন চোরাচালানীকে এবং অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে ২২১ জন বাংলাদেশি নাগরিক ও পাঁচজন ভারতীয় নাগরিককে আটকের পর তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/ইউজে/পিটিএম

আটক পণ্য বিজিবি মাদক

বিজ্ঞাপন

খুলনায় যুবকের পেটে মিলল ইয়াবা
২২ নভেম্বর ২০২৪ ১২:০২

আরো

সম্পর্কিত খবর