ঢাকা: করোনার নতুন ঢেউ মোকাবিলায় সরকারের নেওয়া সব পদক্ষেপে আগের মতোই শ্রমিক ও শ্রমজীবী মানুষ উপেক্ষার শিকার হচ্ছে, বলে জানিয়েছেন গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়নের কেন্দ্রীয় নেতারা।
গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়নের সভাপতি শ্রমিক নেতা মন্টু ঘোষ এবং সাধারণ সম্পাদক শ্রমিক নেতা জলি তালুকদার এক যুক্ত বিবৃতিতে এ কথা বলেন। তারা বলেন, ‘এবারও সরকারের কোনো হিসাব-নিকাশে শ্রমিকদের ঠাঁই হয়নি।’
আবারও শ্রম আইন সংশোধনের জন্য সরকার উদ্যোগ গ্রহণ করেছে। প্রতিবারের মতো এবারও যাতে মালিক পক্ষের স্বার্থের অনুকূলে একতরফাভাবে সরকার আইন সংশোধন করতে না পারে এজন্য সব খাতের শ্রমিক ও শ্রমিক দরদি জনতাকে সতর্ক দৃষ্টি রাখতে হবে বলেও জানান তারা।
বিৃবতিতে নেতার করোনাভাইরাসের নতুন ঢেউ সম্পর্কে উদ্বেগ প্রকাশ করে বলেন, ‘আগামীকালের শ্রমিক সমাবেশটি শ্রম আইন সংশোধনের দাবিতে শ্রমিকদের চলমান আন্দোলনের একটি পূর্ব ঘোষিত কর্মসূচি। করোনা পরিস্থিতি বিবেচনায় সমাবেশটির আকার ও আঙ্গিক সংক্ষিপ্ত করা হয়েছে।’