ঢাকা: শারীরিক অবস্থার অবনতি হওয়ায় নভেল করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে স্কয়ার হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১ এপ্রিল) সারাবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন স্কয়ার হাসপাতালের পরিচালক ওয়াহিউদ্দিন মাহমুদ।
তিনি বলেন, তিনি (রিজভী) মাঝে বাসায় চলে যাওয়ার মতো সুস্থ হয়েছিলেন। কিন্তু পরে আবার তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। কোভিড-১৯ সংক্রমণ শনাক্ত হওয়ার পর তার তৃতীয়বার নমুনা পরীক্ষা করা হয় গতকাল। এবারেও তিনি করোনা পজিটিভ এসেছেন। আজ (বৃহস্পতিবার) তাকে আইসিইউতে নেওয়া হয়।
ওয়াহিউদ্দিন মাহমুদ বলেন, তার রক্তে সুগার লেভেল কিছু সময় নিয়ন্ত্রণে থাকলেও পরে আবার বেড়ে যাচ্ছে। ওষুধ দিলে সুগার লেভেল কমলেও দেখা যাচ্ছে ফুসফুসের অবস্থার অবনতি ঘটছে। সার্বিক অবস্থা বিবেচনা করেই তাকে আইসিইউতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এর আগে, গত ১৬ মার্চ রুহুল কবির রিজভীর শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়। ১৭ মার্চ তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালের কোভিড ইউনিটে ভর্তি করা হয়।