Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নারায়ণগঞ্জে করোনায় অধ্যাপকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করসেপন্ডেন্ট
২ এপ্রিল ২০২১ ১৩:৪৭

নারায়ণগঞ্জ: করোনায় আক্রান্ত হয়ে সরকারি তোলারাম কলেজের পদার্থবিদ্যা বিভা‌গের সহযোগী অধ্যাপক চৌধুরী আশরাফুল আলম শিবলী মাড়া গেছেন। শুক্রবার (২ মার্চ) ভোরে তিনি মারা যান।

অধ্যাপক শিবলী নারায়ণগঞ্জের ফতুল্লার চৌধুরী পরিবারের ডা. হাবিবুর রহমান চৌধুরীর মেজো ছেলে।

স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি ডা. ইকবাল বাহার চৌধুরী শিহাব জানান, তার মেজো ভাই সরকারি তোলারাম কলেজের পদার্থ বিদ্যার সহযোগী অধ্যাপক চৌধুরী আশরাফুল আলম শিবলী গত কিছুদিন ধরে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে একজন চিকিৎসকের পরামর্শে বাড়িতে আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছিলেন। রাতে তার শারীরিক অবস্থার অবনতি হলে ভোরে তিনি মারা যান।

শুক্রবার জুম্মার নামাজের পর ফতুল্লা কেন্দ্রীয় জামে মসজিদে নামা‌জে জানাযা শেষে চৌধুরী বাড়ির পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়।

সারাবাংলা/এসএসএ

করোনায় অধ্যাপকের মৃত্যু নারায়ণগঞ্জ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর