Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পুলিশ বাবার পিস্তলের গুলিতে ছেলের আত্মহত্যা

স্পেশাল করেসপন্ডেন্ট
২ এপ্রিল ২০২১ ১৭:৩৫

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামে পুলিশ কর্মকর্তা বাবার সরকারি পিস্তলের গুলি বুকে চালিয়ে আত্মহত্যা করেছে ছেলে। মেডিকেল ভর্তি পরীক্ষায় অংশ না নেওয়ায় বকা দেওয়ায় ওই তরুণ এ আত্মহননের ঘটনা ঘটিয়েছে বলে জানিয়েছে পুলিশ।

শুক্রবার (২ এপ্রিল) বিকেলে নগরীর আকবর শাহ থানার মিরপুর আবাসিক এলাকার বাসায় এ ঘটনা ঘটেছে। মৃত মাহিন উদ্দিন (১৯) নগরীর খুলশী থানায় কর্মরত উপ-পরিদর্শক (এসআই) মহিম উদ্দিনের ছেলে। তাদের বাড়ি নোয়াখালী জেলায়।

বিজ্ঞাপন

আকবর শাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহির হোসেন সারাবাংলাকে জানিয়েছেন, মাহিন এবার এইচএসসি পরীক্ষায় পাস করেছে। আজ (শুক্রবার) তার মেডিকেল ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল। কিন্তু সে পরীক্ষা দিতে যায়নি। তার বাবা থানা থেকে দুপুরে ফিরে বিষয়টি শুনে রেগে যান এবং তাকে বকা দেন।

ওসি জহির বলেন, ‘এস আই মহিম বাসায় সরকারি পিস্তল বাসায় রেখে মসজিদে নামাজ পড়তে যান। মাহিন দরজা বন্ধ করে রুমে একা বসেছিল। বকা দিলে সবসময় সে এটাই করে। হঠাৎ গুলির শব্দ শুনে পরিবারের অন্যরা রুমে ঢুকে দেখেন সে কাতরাচ্ছে। আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হয়।’

নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (উত্তর) আবু বকর সিদ্দিক সারাবাংলাকে বলেন, ‘বিকেল ৪ টার দিকে মাহিনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। বুকের ওপর ডানপাশে মাহিন গুলিবিদ্ধ হয়েছে। প্রাথমিক তদন্তে আমরা নিশ্চিত হয়েছি, সে তার বাবার সরকারি পিস্তল দিয়ে নিজেই নিজের বুকে গুলি করেছে। এটি হত্যাকাণ্ড নয়। পিস্তল লোড অবস্থায় ছিল। সেটা বুকে চালিয়ে দিয়েছে।’

মাহিনের আরও এক ভাই, এক বোন আছে বলে জানিয়েছেন এডিসি আবু বকর সিদ্দিক।

বিজ্ঞাপন

সারাবাংলা/আরডি/এমও

আত্মহত্যা পুলিশ কর্মকর্তা

বিজ্ঞাপন
সর্বশেষ

সিনিয়র সাংবাদিক বদিউল আলম আর নেই
২৯ সেপ্টেম্বর ২০২৪ ১৬:৩১

সম্পর্কিত খবর