Friday 04 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আইসোলেশনে প্রিয়াঙ্কা গান্ধী

আন্তর্জাতিক ডেস্ক
২ এপ্রিল ২০২১ ১৮:১১ | আপডেট: ২ এপ্রিল ২০২১ ১৮:১৫

ভারতের প্রধান বিরোধীদল কংগ্রেস নেতা প্রিয়াঙ্কা গান্ধী সেলফ আইসোলেশনে গেছেন। তার স্বামী রবার্ট বঢরা করোনায় (কোভিড-১৯) আক্রান্ত হওয়ায় আইসোলেশনে গেছেন তিনি। তবে তার নমুনা পরীক্ষায় রিপোর্ট নেগেটিভ এসেছে।

চিকিৎসকদের পরামর্শ মেনে শুক্রবার (২ এপ্রিল) থেকে আইসোলেশনে রয়েছেন প্রিয়াঙ্কা। এদিন এক ভিডিও টুইটে এই তথ্য নিজেই জানিয়েছেন গান্ধী পরিবারের এই সদস্য।

ওই টুইটের তিনি জানিয়েছেন, করোনা নেগেটিভ হলেও ভোট প্রচারে থাকতে পারছেন না প্রিয়াঙ্কা। এজন্য দুঃখ প্রকাশ করে কংগ্রেস প্রার্থীদের জয় কামনা করেন তিনি।

এর ফলে দেশটির আসাম, তামিলনাড়ু, কেরালা প্রদেশের নির্বাচনী প্রচার থেকে আপাতত নিজেকে সরিয়ে নিয়েছেন প্রিয়াঙ্কা। ভারতের সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, আগামী কয়েক দিন আসাম, তামিলনাড়ু, কেরালায় একের পর এক কর্মসূচি ছিল তার। সে সব কর্মসূচি বাতিল করা হয়েছে।

সারাবাংলা/এনএস

কংগ্রেস করোনাভাইরাস প্রিয়াঙ্কা গান্ধী ভারত সেলফ আইসোলেশন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর