Wednesday 09 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

করোনায় চট্টগ্রামে স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন দেড়মাস পেছাল

স্পেশাল করেসপন্ডেন্ট
২ এপ্রিল ২০২১ ১৯:১৩
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রাম ব্যুরো: করোনাভাইরাসের ঊর্দ্ধমুখী সংক্রমণ পরিস্থিতিতে ২০ বছর পর অনুষ্ঠিতব্য চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন দেড়মাস পেছানো হয়েছে। ১১ এপ্রিল চট্টগ্রাম নগরীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে এ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

শুক্রবার (২ এপ্রিল) স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটি থেকে সম্মেলনের তারিখ পিছিয়ে ২৯ মে পুনর্নির্ধারণ করার বিষয়টি জানানো হয়েছে।

২০০১ সালের জুলাইয়ে অ্যাডভোকেট এ এইচ এম জিয়াউদ্দিনকে আহ্বায়ক করে চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক লীগের ২১ সদস্যের কমিটি ঘোষণা করা হয়েছিল। তবে গত ২০ বছরে কমিটি পূর্ণাঙ্গ হয়নি। এ অবস্থায় ২০ বছর পর সম্মেলনকে কেন্দ্র করে চট্টগ্রামে সংগঠনটির নেতাকর্মীদের মধ্যে উৎসা-উদ্দীপনা সৃষ্টি হয়েছিল।

বিজ্ঞাপন

কেন্দ্র থেকে চট্টগ্রাম মহানগরের দায়িত্বপ্রাপ্ত স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় উপ পাট ও বস্ত্র বিষয়ক সম্পাদক তারেক মাহমুদ চৌধুরী সারাবাংলাকে বলেন, ‘আমরা সম্মেলনের প্রস্তুতি প্রায় শেষ করে এনেছিলাম। বেশ কয়েকটি উপ-পরিষদ গঠন করা হয়েছিল। সেগুলো সুন্দরভাবে সম্মেলন আয়োজনের কাজ করছিল। কিন্তু মহামারি করোনাভাইরাসের সংক্রমণ যেভাবে বাড়ছে, তাতে সম্মেলন করার মতো পরিস্থিতি আপাতত নেই বলে মনে করছেন কেন্দ্রীয় নেতারা। এজন্য সম্মেলনের তারিখ পিছিয়ে ২৯ মে নির্ধারণ করা হয়েছে।’

সারাবাংলা/আরডি/এমও

করোনাভাইরাস স্বেচ্ছাসেবক লীগ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর