Thursday 21 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গাজায় ইসরাইলি বাহিনীর ট্যাঙ্ক ও বিমান হামলা


১২ ডিসেম্বর ২০১৭ ১১:৪৯

সারাবাংলা ডেস্ক

ইসরাইলি সামরিক বাহিনী গাজা উপত্যকায় হামাসের বিভিন্ন অবস্থান লক্ষ্য করে ট্যাঙ্ক ও বিমান হামলা চালিয়েছে। সোমবার ইসরাইলের দক্ষিণাঞ্চলে ফিলিস্তিনীদের রকেট হামলার জবাবে তারা এ হামলা চালায়।

ইসরাইলি সামরিক বাহিনীর বরাত দিয়ে এএফপি’র এক প্রতিবেদনে বলা হয়, গাজা উপত্যকা থেকে কমপক্ষে দু’টি রকেট ছোড়া হয়। দ্বিতীয় রকেটটি ইসরাইলের আয়রন ডোম ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা প্রতিহত করে। প্রথম দফা রকেট হামলার পর সামরিক বাহিনী গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলে হামাসের সামরিক চৌকিগুলো লক্ষ্য করে ইসরাইলি বাহিনী ট্যাঙ্ক ও বিমান হামলা চালায়।

প্রথম দফার রকেট হামলায় কেউ হতাহত হয়েছে কিনা সে ব্যাপারে বিবৃতিতে কিছু বলা হয়নি। গাজা থেকেও ইসরাইলি বাহিনীর হামলায় হতাহতের কোন খবর পাওয়া যায়নি।

বুধবার ইসরাইলের রাজধানী হিসেবে জেরুজালেমকে স্বীকৃতি দিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিবৃতির পর এটি ছিলো সর্বশেষ পাল্টাপাল্টি হামলার ঘটনা।

সারাবাংলা/ এমএইচটি/জিআ

গাজায় হামলা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর