Sunday 13 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মোবাইল কোর্টের বিধান রেখে মোংলা বন্দর কর্তৃপক্ষ বিল উত্থাপন

স্পেশাল করেসপন্ডেট
৩ এপ্রিল ২০২১ ১৪:৫৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: মোংলা বন্দর কর্তৃপক্ষ বিল-২০২১ জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে। মোংলা পোর্ট অথরিটি অর্ডিন্যান্স-১৯৭৬ এর পরিবর্তে নতুন এই আইন করা হচ্ছে। এই আইনের অধীন যে অপরাধ হবে সেগুলো ফৌজদারি কার্যবিধি অনুযায়ী বিচার হবে, মোবাইল কোর্টেরও বিধান রাখা হয়েছে।

শনিবার (৩ এপ্রিল) সংসদে বিলটি উত্থাপন করেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। বিলে মোংলা বন্দরের স্থাপনা ও সম্পত্তি ব্যবস্থাপনা, পরিচালনা ও রক্ষণাবেক্ষণের জন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে নিয়োগ দেওয়ার বিধান রাখা হয়েছে। বিলটি পরীক্ষা করে দুই মাসে মধ্যে সংসদে প্রতিবেদন দেওয়ার জন্য নৌ পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

ওই বিলে বলা হয়, প্রয়োজনে দেশের যেকোনো স্থানে মোংলা বন্দর কর্তৃপক্ষের কার্যালয় স্থাপন করা যাবে। কর্তৃপক্ষের দায়িত্ব পালনে প্রয়োজনীয় সংখ্যক কমিটি গঠনের বিধান রাখা হয়েছে। বন্দরের বিভিন্ন এলাকা ও স্থানকে সংরক্ষিত এলাকা হিসেবে ঘোষণা করা যাবে।

প্রস্তাবিত আইনে বন্দরে পণ্য বোঝাই, সংরক্ষণ, খালাস ও সরবরাহের জন্য প্রয়োজনে প্রচলিত পদ্ধতি অনুসরণ করে অপারেটর নিয়োগের বিধান সংযোজন করা হয়েছে। বিলে বলা হয়, কেউ যদি টোল, রেট, মাশুল ইত্যাদি ফাঁকি দেয়, তবে একমাসের জেল অথবা এক লাখ টাকা জরিমানা বা উভয় দণ্ডের বিধান রাখা হয়েছে।

সারাবাংলা/এএইচএইচ/এনএস

জাতীয় সংসদ নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী মোংলা বন্দর কর্তৃপক্ষ বিল