আইনজীবী তানভীর পারভেজের মৃত্যুতে প্রধান বিচারপতির শোক
৩ এপ্রিল ২০২১ ১৬:১১
ঢাকা: সুপ্রিম কোর্টের আইনজীবী তানভীর পারভেজ টিংকুর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।
শনিবার (৩ এপ্রিল) সংবাদমাধ্যমে পাঠানো এক বার্তায় তিনি এ শোক প্রকাশ করেন বলে জানিয়েছেন সুপ্রিম কোর্টের মুখপাত্র ও বিশেষ কর্মকর্তা মুহাম্মদ সাইফুর রহমান।
প্রধান বিচারপতি শোক বার্তায় সুপ্রিম কোর্টের বিজ্ঞ আইনজীবী ব্যারিস্টার তানভির পারভেজের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
আজ (৩ এপ্রিল) সকাল ৭টার দিকে রাজধানীর বাড্ডার এএমজেড হাসপাতালে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আইনজীবী তানভীর পারভেজ টিংকু।
বিষয়টি নিশ্চিত করে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক রুহুল কুদ্দুস কাজল সারাবাংলাকে জানান, আজ (৩ এপ্রিল) সকাল ৭টার দিকে তানভীর পারভেজ টিংকু বাড্ডার এএমজেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর তানভীর পারভেজ টিংকু গত ২৭ মার্চ থেকে এএমজেড হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন।
সিলেটের সন্তান তানভীর পারভেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২০তম ব্যাচের ছাত্র ছিলেন। পরে তিনি ইংল্যান্ড থেকে ব্যারিস্টারি পাস করেন।
সুপ্রিম কোর্টে আইন পেশার পাশাপাশি ভূঁইয়া একাডেমিসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে আইন বিষয়ে শিক্ষকতা করতেন তানভীর পারভেজ। মৃত্যুকালে তিনি স্ত্রী ও এক কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তিনি ২০০৩ সালে আইনজীবী হিসেবে বার কাউন্সিলের সনদ অর্জন এবং ২০০৫ সালে সুপ্রিম কোর্টের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন।
তানভীর পারভেজের মৃত্যুতে শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক রুহুল কুদ্দুস কাজল।
এ ছাড়াও তানভীর পারভেজের মৃত্যুতে শোক ও গভীর সমবেদনা জানিয়েছে ঢাকা ইউনিভার্সিটি এল এল এম ল’ইয়ার্স অ্যাসোসিয়েশন (ডুলা)।
জানাজা ও দাফন
আজ (৩ এপ্রিল) বাদ জোহর সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি প্রাঙ্গণে তানভীর পারভেজের প্রথম জানাজা, শহীদবাগ জামে মসজিদে (রাজারবাগ পুলিশ লাইনের উল্টোদিকে) বাদ আসর দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। এরপর শাহজাহানপুর কবরস্থানে তাকে দাফন করা হবে।
সারাবাংলা/কেআইএফ/এমআই