Wednesday 15 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ধরলার ভাঙন রোধে ব্যবস্থা নেওয়ার দাবিতে মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩ এপ্রিল ২০২১ ১৭:৪৬

কুড়িগ্রাম: শুকনো মৌসুমে জরুরি ভিত্তিতে ধরলা নদীর ভাঙন রোধে তীর রক্ষার কাজ শুরু করার দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩ এপ্রিল) দুপুরে সদর উপজেলার মোগলবাসা ইউনিয়নের চর সিতাইঝাড় এলাকায় অনুষ্ঠিত মানববন্ধনে হাজারো নারী-পুরুষসহ শিক্ষার্থীরা অংশ নেন।

আগামী বর্ষা মৌসুম আসার আগেই ধরলার বামতীরে সদরের মোগলবাসা ইউনিয়নের ফজলের মোড় থেকে চরসিতাইঝাড় নুরানী ও হাফিজিয়া মাদ্রাসা পর্যন্ত জিওব্যাগ ফেলে ভাঙন রোধের মাধ্যমে ৩টি ওয়ার্ডের ঘর-বাড়ি, ফসলি জমি, শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থাপনা রক্ষার দাবিতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

মানববন্ধনে বক্তব্য রাখেন- চর সিতাইঝাড় নুরানী ও হাফিজিয়া মাদরাসার শিক্ষক আব্দুল গফুর, সাবেক ইউপি সদস্য কেরামত আলী, পল্লী চিকিৎসক আমির হোসেন, স্থানীয় বাসিন্দা দারোগ আলী, ইউনুছ আলী, শাওনসহ অন্যরা।

বক্তারা বলেন, ‘সদরের মোগলবাসা ইউনিয়নের চর সিতাইঝাড়সহ পার্শ্ববর্তী এলাকায় ধরলার বামতীরে প্রায় ২ কিলোমিটার এলাকাজুড়ে গত ৬ বছর ধরে তীর রক্ষায় কোনো ব্যবস্থা নেয়নি পানি উন্নয়ন বোর্ড। এতে প্রতিবছর বন্যা মৌসুমে এসব এলাকায় শতশত ঘর-বাড়ি ফসলি জমি নদী গর্ভে বিলীন হয়ে যায়। অথচ ভাঙন রোধে ব্যবস্থা নেয়ার জন্য বিভিন্ন দপ্তরে যোগাযোগ করেও কোন কাজ হয়নি। এতে হুমকির মুখে পড়েছে কয়েকটি গ্রাম ও বিভিন্ন স্থাপনা।’

আগামী বর্ষা মৌসুম আসার আগেই জরুরি ভিত্তিতে তীররক্ষার কাজ করে ধরলার ভাঙন রোধের দাবি জানান বক্তারা।

সারাবাংলা/এমও

তীর রক্ষা ধরলার ভাঙন মানববন্ধন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর