Saturday 05 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

করোনায় আক্রান্ত সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল আলী আকবর

স্টাফ করেসপন্ডেন্ট
৩ এপ্রিল ২০২১ ২৩:১০

ঢাকা: সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবর করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

শনিবার (৩ এপ্রিল) রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবর নিজেই করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার কথা জানিয়েছেন। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন তিনি।

আলী আকবর সাংবাদিকদের বলেন, ‘গত ২১ মার্চ করোনা পরীক্ষার জন্য নমুনা দেই। পরদিন রিপোর্ট আসে করোনা পজিটিভ। এরপর থেকে হাসপাতালেই ভর্তি রয়েছি।’

এ বিষয়ে সুপ্রিম কোর্টের মুখপাত্র ও বিশেষ কর্মকর্তা মুহাম্মদ সাইফুর রহমান সাংবাদিকদের জানান, রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবর গত ২২ মার্চ থেকে হাসপাতালে ভর্তি আছেন। এখন কিছুটা ভালো। শারীরিক অবস্থার উন্নতি হওয়ার পর তাকে কেবিনে স্থানান্তর করা হয়েছে।

২০১৯ সালের ২৮ অক্টোবর সুপ্রিম কোর্টে রেজিস্ট্রার জেনারেল হিসেবে নিয়োগ পান কুমিল্লা জেলা ও দায়রা জজ হিসেবে দায়িত্ব পালন করে আসা মো. আলী আকবর। এরপর থেকে তিনি রেজিস্ট্রার জেনারেলের দায়িত্ব পালন করে আসছেন।

সারাবাংলা/কেআইএফ/এমও

করোনাভাইরাস রেজিস্ট্রার জেনারেল সুপ্রিম কোর্ট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর