Saturday 05 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শিমুলিয়া ঘাটে ঘরমুখো মানুষের ভিড়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৪ এপ্রিল ২০২১ ১৩:৪৯

মুন্সিগঞ্জ: সরকার ঘোষিত লকডাউনকে কেন্দ্র করে মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাটে ঘরমুখো যাত্রীদের ভিড় বেড়েছে।

রোববার (৪ এপ্রিল) সকাল থেকেই ঘাটের ফেরিগুলোতে যাত্রীদের চাপ কিছুটা কম থাকলেও নৌ রুটের লঞ্চ এবং স্পিডবোট ঘাটে দেখা গেছে যাত্রীদের উপচে পড়া ভিড়। নৌ যানগুলোতে যাত্রীদের স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্র উদাসীনতা দেখা গেছে।

এ ব্যাপারে শিমুলিয়া ফেরিঘাটের ব্যবস্থাপক (বাণিজ্য) সাফায়েত আহমেদ জানান, এই নৌ রুটে বর্তমানে ১৫ ফেরি, ৮৭ লঞ্চ এবং তিন শতাধিক স্পিডবোট চালু রয়েছে।

অন্যদিকে, মাওয়া ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর মো. হাফিজুল ইসলাম জানান, চাপ কিছুটা বেড়েছে। তবে পরিস্থিত নিয়ন্ত্রণে তারা প্রস্তুত রয়েছেন। স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে যাত্রীদের মাস্ক ব্যবহার নিশ্চিতকরণে এবং সচেতনতা সৃষ্টিতে কাজ করছেন তারা।

সারাবাংলা/একেএম

টপ নিউজ মুন্সিগঞ্জ লকডাউন শিমুলিয়া ঘাট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর