ঢাকা: রাজধানীর নিউ বেইলি রোডের একটি বাসার ছাদ থেকে লাফিয়ে পড়ে লাবণ্য পরামানিক (৫৭) নামে এক নারীর আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে পুলিশ।
রোববার (৪ এপ্রিল) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠিয়েছে পুলিশ।
রমনা থানার উপ-পরিদশর্ক (এসআই) মো. ইউনুস মোল্লা জানান, খবর পেয়ে সকালে নিউ বেইলি রোডের ১৪৬ নম্বর বাসার নিচে থেকে ওই নারীর লাশ উদ্ধার করা হয়। তার স্বামীর নাম তাপস পরামানিক। বেইলি রোডের ওই বাড়িটির ১২ তলাতে নিজেদের ফ্লাটে স্বামীর সঙ্গে থাকতেন লাবন্য।
এসআই আরও জানান, লাবন্য ২০তলা ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি। বিস্তারিত আরও তদন্ত করে দেখা হচ্ছে।
ওই বাসার ড্রাইভার রিপন বদ্দি জানান, লাবণ্যের বাড়ি নড়াইলে। নিউ বেইলি রোডের বাসাটিতে স্বামী স্ত্রী থাকতেন। তার স্বামী ব্যবসায়ী। তাদের একমাত্র ছেলে অরিন্দম পরামানিক তার স্ত্রী সন্তান নিয়ে কানাডাতে থাকেন।
রিপন আরও জানান, লাবণ্য পরামানিক দীর্ঘদিন ধরে অসুস্থ। সকালে স্বামী স্ত্রী দুজনই বাসায় ছিলেন।