Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টার্মিনালগুলোতে ঘরে ফেরা মানুষের ঢল

সিনিয়র করেসপন্ডেন্ট
৪ এপ্রিল ২০২১ ১৪:৫১

ঢাকা: লকডাউনের ঘোষণা আসার পর শনিবার থেকেই ঢাকা ছাড়তে মানুষজন। রোববার (৪ এপ্রিল) রাজধানীর বাস টার্মিনালগুলোতে ঘরে ফেরা মানুষের ঢল নামে। এ যেন রীতিমতো ঈদের আবহ। স্বাস্থ্যবিধি নিয়মনীতির তোয়াক্কা না করে সবাই ছুটছে নিজ বাড়ির পথে।

রোববার (৪ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত রাজধানীর মহাখালী, সায়েদাবাদ ও গাবতলী বাস টার্মিনাল ঘুরে এসব চিত্র দেখা গেছে। প্রায় একই চিত্র দেখা গেছে কমলাপুর রেল স্টেশন ও সদরঘাটেও।

বিজ্ঞাপন

যাত্রীদের অভিযোগ, সরকার নির্ধারিত ভাড়ার চেয়েও বেশি ভাড়া দিয়েও টিকিট মিলছে না। অন্যদিকে বাস কর্তৃপক্ষের দাবি, স্বাস্থ্যবিধি মেনে চলায় বাসের সিট অর্ধেকে নেমে আসায় টিকিট ক্রাইসিস দেখা দিয়েছে। এছাড়া গত দুইদিন ও আজ একটু বাড়তি চাপও রয়েছে। এজন্য টার্মিনালগুলোতে মানুষের জটলা তৈরি হয়েছে।

এদিকে গাবতলী, সায়েদাবাদ ও মহাখলাী বাস টার্মিনাল ছাড়াও কমলাপুর বিআরটিসি কাউন্টার, মতিঝিল কাউন্টার ও ফুলবাড়িয়া কাউন্টারেও যাত্রীদের উপচেপড়া ভিড় দেখা গেছে।

সারাবাংলা/ইউজে/এএম

টপ নিউজ

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর