Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

১৫টি ঘোড়া উপহার দিল ভারত

লোকাল করেসপন্ডেন্ট
৪ এপ্রিল ২০২১ ১৫:২৭

বেনাপোল: ভারতীয় সেনাবাহিনী উপহার হিসেবে বাংলাদেশ সেনাবাহিনীকে প্রশিক্ষণপ্রাপ্ত ১৫টি ঘোড়া দিয়েছে। রোববার (৪ এপ্রিল) ‍দুপুরে পেট্রাপোল চেকপোস্টের নো-ম্যান্সল্যান্ড থেকে এসব ঘোড়া আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়।

এ সময় বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন যশোর সেনানিবাসের কর্নেল আনোয়ার হোসেন ও ভারতের পক্ষে ছিলেন কলকাতার আর ভিসি ইউনিটের লে. কর্নেল আর কে সাজেত।

বিজ্ঞাপন

যশোর ৪৯ বিজিবির বেনাপোল আইসিপি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার আব্দুল আওয়াল জানান, ভারতীয় সেনাবাহিনী বাংলাদেশ সেনাবাহিনীকে উপহার হিসাবে ১৫টি ঘোড়া দিয়েছে। বেনাপোল চেকপোস্ট থেকে এসব ঘোড়া ঢাকার সাভার সেনানিবাসে নিয়ে যাওয়ার জন্য সেনাবাহিনীর সদস্যরা এসেছেন।

উল্লেখ্য, এর আগে গত বছরের ১০ নভেম্বর বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারত সরকার বাংলাদেশ সেনাবাহিনীকে প্রশিক্ষণপ্রাপ্ত ২০টি ঘোড়া ও ১০টি কুকুর উপহার দিয়েছিল।

সারাবাংলা/এএম

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর