করোনায় আক্রান্ত মেহের আফরোজ চুমকি
৪ এপ্রিল ২০২১ ১৫:৫৪
গাজীপুর: বাংলাদেশ আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক এবং গাজীপুর-৫ (কালীগঞ্জ) আসনের সংসদ সদস্য মেহের আফরোজ চুমকি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তবে তার শারীরিক অবস্থা ভালো আছে। রোববার (৪ এপ্রিল) সকালে সংসদ সদস্য মেহের আফরোজ চুমকির করোনা পজেটিভ রিপোর্ট আসে।
কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এইচএম আবু বকর চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।
এইচএম আবু বকর চৌধুরী বলেন, সংসদ সদস্য মেহের আফরোজ চুমকির করোনার কোনো উপসর্গ ছিল না। ৪ এপ্রিল সংসদ অধিবেশনে যোগ দেওয়ার উদ্দেশে শনিবার সকালে ঢাকায় সংসদ সচিবালয় চিকিৎসাকেন্দ্রে করোনা পরীক্ষার জন্য নমুনা দেন তিনি। পরে তার করোনা পজেটিভের রিপোর্ট আসে। এরপর থেকে তিনি ঢাকায় তার বাসায় আইসোলেশনে রয়েছেন। তিনি সুস্থ আছেন এবং সকলের কাছে দোয়া চেয়েছেন।
উল্লেখ্য, গত ৭ ফেব্রুয়ারি সারাদেশে একযোগে করোনার ভ্যাকসিনদান কর্মসূচির প্রথম দিন কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভ্যাকসিন গ্রহণের মাধ্যমে উপজেলায় ভ্যাকসিনদান কার্যক্রমের উদ্বোধন করেছিলেন সংসদ সদস্য মেহের আফরোজ চুমকি।
সারাবাংলা/এসএসএ