Thursday 03 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চীনের পাল্টা হুংকার, “বাণিজ্য যুদ্ধ নিয়ে চিন্তিত নই”


২৩ মার্চ ২০১৮ ১৮:৪৫ | আপডেট: ২৩ মার্চ ২০১৮ ১৮:৫৭
Sarabangla | Breaking News | Sports | Entertainment

।।সারাবাংলা ডেস্ক।।

চীন উপর আরোপিত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাণিজ্য নিষেধাজ্ঞায় মোটেই চিন্তিত নয় বেইজিং। উল্টো চীন জানাচ্ছে, আমেরিকার পণ্যের উপর তিন বিলিয়ন ডলার শুল্ক আরোপ করতে যাচ্ছে তারা, খবর এফপির।

এর আগে বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রে চীনা বিনিয়োগ প্রশমিত করার ও চীন থেকে আমদানি করা পণ্যের উপর ৬ হাজার কোটি ডলার পর্যন্ত শুল্ক আরোপের প্রস্তুতির কথা জানায় ট্রাম্প প্রশাসন।

ওয়াশিংটনের জানিয়েছে, বছরের পর বছর ধরে মেধাস্বত্ব চুরি করা ও এ কাজে উৎসাহ যোগানোর কারণে চীনের বিরুদ্ধে এই পদক্ষেপ নেয় যুক্তরাষ্ট্র।

সেই পদক্ষেপের জবাবেই চীন দুই স্তরের শুল্ক আরোপের পরিকল্পনার কথা জানায়।

বিজ্ঞাপন

তবে চাইনিজরা আমেরিকানদের মতো শুধু হুমকি-ধমকি দিয়ে বসে নেই। ইতিমধ্যেই তারা কিছু পণ্য নির্বাচিত করে ফেলেছে যে পণ্যগুলোর উপর ২৫ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করা হবে। এ পণ্যগুলোর মধ্যে রয়েছে তাজা ফল, মাংস, মদ, হার্ডওয়ার, স্টেইনলেস স্টিলসহ অন্যান্য মোট ১২০টি দ্রব্য।

এ শুল্ক কার্যকর হলে, যুক্তরাষ্ট্রকে গুণতে হবে অতিরিক্ত একশ কোটি মার্কিন ডলার।

এতেও যদি মার্কিনিরা সিদ্ধান্ত না বদলায়, তবে আসছে দ্বিতীয় স্তরের শুল্ক। তখন বন্দর ও অ্যালুমিনিয়াম স্ক্র্যাপের মতো আরও ৮টি পণ্যে ২৫ শতাংশ শুল্ক বসবে, যার ফলে আমেরিকার প্রায় দুইশ কোটি ডলার খরচ বেড়ে যাবে।

তবে চীনের আশা, তাদের এই পরিকল্পনার পরে যুক্তরাষ্ট্র বাণিজ্য যুদ্ধ থেকে সরে আসবে। তারা জানিয়েছে, চীন বাণিজ্য যুদ্ধের পক্ষে না। তবে, যদি যুদ্ধ লেগেই যায় তাতে তারা ভীত নয়।

সারাবাংলা/এমএ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর