Thursday 31 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টিলা কাটায় ৩ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ

স্পেশাল করেসপন্ডেন্ট
৪ এপ্রিল ২০২১ ১৮:৫২

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীর ষোলশহর এলাকায় টিলা কাটার দায়ে এক নারীকে ৩ লাখ ২০ হাজার টাকা ক্ষতিপূরণ দেওয়ার আদেশ দিয়েছে পরিবেশ অধিদফতর।

রোববার (৪ এপ্রিল) পরিবেশ অধিদফতরের চট্টগ্রাম মহানগরের পরিচালক মোহাম্মদ নূরুল্লাহ নূরী শুনানি শেষে এ আদেশ দেন।

পরিবেশ অধিদফতরের চট্টগ্রাম মহানগরের উপপরিচালক মিয়া মাহমুদুল হক সারাবাংলাকে জানান, নগরীর ষোলশহরের টি কে চট্টগ্রাম হাউজের সামার হিলের পাশে টিলা কাটার দায়ে খালেদা বেগমকে জরিমানা করা হয়েছে। তার স্বামীর নাম আবুল কালাম।

পরিবেশ অধিদফতরের সহকারী পরিচালক রোমানা আকতারের নেতৃত্বে একটি দল ওই এলাকা পরিদর্শন করে টিলা কেটে সমান করার প্রমাণ পান। এরপর তাদের শুনানিতে ডাকা হয়েছিল।

বিজ্ঞাপন

সারাবাংলা/আরডি/এমআই

জরিমানা টিলা কাটা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর