ইয়াবার মামলায় ৩ পরিবহন শ্রমিকের কারাদণ্ড
৪ এপ্রিল ২০২১ ১৯:০৫
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে পৃথক অভিযানে ৯০ হাজার ইয়াবা উদ্ধারের মামলায় তিন জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন আদালত। দণ্ডিত তিন জনই পরিবহনশ্রমিক বলে জানা গেছে।
রোববার (৪ এপ্রিল) চট্টগ্রামের চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ শরীফুল ইসলাম ভূঁইয়া পৃথক দুই মামলায় এ রায় দিয়েছেন বলে ওই আদালতের বেঞ্চ সহকারী ওমর ফুয়াদ জানিয়েছেন।
দণ্ডিতরা হলেন- জসীম উদ্দিন, জাকির হোসেন ও মো. আবদুল্লাহ। তিন জনই বর্তমানে জেলহাজতে আছেন।
এদের মধ্যে জসীম উদ্দিন ও জাকিরকে আদালত ১৫ বছরের সশ্রম কারাদণ্ড এবং আবদুল্লাহকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন। আদালত তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন।
মামলার নথিপত্রের ভিত্তিতে আদালতের বেঞ্চ সহকারী ওমর ফুয়াদ সারাবাংলাকে জানান, ২০১৫ সালের ২৩ জুলাই নগরীর বন্দর থানার নিমতলা বিশ্বরোডে র্যাবের একটি দল একটি পিকআপ ভ্যানে তল্লাশি করে ৮০ হাজার পিস ইয়াবা উদ্ধার করে। গ্রেফতার করা হয় চালক জসীম ও তার সহকারী জাকিরকে। র্যাবের চট্টগ্রাম জোনের জেসিও সুবেদার আবুল হাশেম বাদী হয়ে মামলা দায়ের করেন। অভিযোগপত্র দাখিলের পর ২০১৭ সালের ৭ মে তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। আদালতে রাষ্ট্রপক্ষ ১২ জনের সাক্ষ্য নেন।
এদিকে ২০১৬ সালের ২২ আগস্ট রাতে নগরীর কোতোয়ালী থানার ফিশারিঘাট নতুন সড়কের মোড়ে একটি পিকআপ ভ্যানে তল্লাশি করে গোপন কুঠুরি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার করে পুলিশ। গ্রেফতার করা হয় চালক আবদুল্লাহকে। এ ঘটনায় কোতোয়ালী থানার উপপরিদর্শক (এসআই) মো. কামাল হোসেন বাদী হয়ে মামলা দায়ের করেন। গত বছরের ২৩ সেপ্টেম্বর অভিযোগ গঠনের পর আদালতে রাষ্ট্রপক্ষ সাত জনের সাক্ষ্যগ্রহণ করেন।
সারাবাংলা/আরডি/এমআই