স্ত্রীকে হত্যায় স্বামী রিমান্ডে, শ্বশুর-শ্বাশুড়ি কারাগারে
৪ এপ্রিল ২০২১ ১৯:২৬
ঢাকা: রাজধানীর হাতিরঝিলে এলকায় স্ত্রী হাসনা হেনা ঝিলিককে হত্যার অভিযোগে করা মামলায় স্বামী সাকিব আলম মিশুর তিন দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেছেন আদালত।
রোববার (৪ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবদাস চন্দ্র অধিকারী এ আদেশ দেন। আর ঝিলিকের শ্বশুর-শ্বাশুড়িসহ চারজনকে কারাগারে পাঠানো হয়েছে।
কারাগারে যাওয়া চার আসামি হলেন- ঝিলিকের শ্বশুর জাহাঙ্গীর আলম, শ্বাশুড়ি সাঈদা আলম, দেবর ফাহিম আলম এবং টুকটুকি।
এদিন মামলাটির তদন্ত কর্মকর্তা গুলশান থানার এসআই ফেরদৌস আলম সরকার পাঁচ আসামিকে আদালতে হাজির করেন। মিশুর ১০ দিনের রিমান্ড এবং অপর চার আসামির কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা। শুনানি শেষে আদালত মিশুর রিমান্ড এবং অপর আসামিদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
এসময় তদন্ত কর্মকর্তা ফেরদৌস আলম আসামিদের পাঁচ কর্মচারীকে আদালতে হাজির করে স্বাক্ষী হিসেবে জবানবন্দি রেকর্ড করার আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে সাক্ষী আনিছ এবং আবু তাহেরের জবানবন্দি রেকর্ড করেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাদবীর ইয়াছির আহসান চৌধুরী। আরেক মেট্রোপলিটন ম্যাজিস্ট্রে আবু সাঈদ সাক্ষী মো. আজাদ, মোছা.সকিনা বেগম এবং মোছা. আনোয়ারা বেগমের জবানবন্দি রেকর্ড করেন।
জানা যায়, গত ৩ এপ্রিল হাসনা হেনা ঝিলিক (২৮) নামে গৃহবধূকে হত্যা করা হয়। পরে হাতিরঝিলে এনে দুর্ঘটনার নাটক সাজায় স্বামী মিশু। এ ঘটনায় ঝিলিকের মা তাহমিনা হোসেন আসমা গুলশান থানায় হত্যা মামলা দায়ের করেন।
সারাবাংলা/এআই/এনএস