Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হেফাজতে ইসলামের শীর্ষ ৫৪ নেতার ব্যাংক হিসাব তলব

স্পেশাল করেসপন্ডেন্ট
৪ এপ্রিল ২০২১ ১৯:৪২

ঢাকা: হেফাজতে ইসলাম বাংলাদেশের ৫৪ জন শীর্ষ নেতার ব্যাংক হিসাব তলব করেছে বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। এদের মধ্যে সংগঠনের আমির জুনায়েদ বাবুনগরী, সাবেক মহাসচিব মরহুম নূর হুসাইন কাসেমী, যুগ্ম মহাসচিব মুহাম্মদ মামুনুল হকের নামও রয়েছে।

গত বৃহস্পতিবার (১ এপ্রিল) তাদের ব্যাংক হিসাব তলব করা হয়েছে। রোববার (৪ এপ্রিল) বাংলাদেশ ব্যাংক সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

সূত্র জানায়, বাংলাদেশ ব্যাংকের বিএফআইইউ থেকে হেফাজতে ইসলামের ৫৪ জন নেতাদের ব্যাংক হিসাব  তলব করা হয়েছে। তাদের মধ্যে রয়েছে— হেফাজতের আমির জুনায়েদ বাবুনগরী, মহাসচিব নূর হুসাইন কাসেমী, হেফাজতে ইসলাম বাংলাদেশের সহ-সভাপতি মুহাম্মদ মাহফুজুল হক, বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মুহাম্মদ মামুনুল হক, আল-হাইয়্যাতুল উলয়াও বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের সভাপতি মাহমুদুল হাসান, ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা ইউনুছ আহমাদ, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম, মহাসচিব সৈয়দ ফয়জুল করীম।

সারাবাংলা/জিএস/এনএস

৫৪ নেতার ব্যাংক হিসাব তলব বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্ট ইউনিট (বিএফআইইউ) হেফাজতে ইসলাম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর