স্ত্রী-ছেলেকে হত্যা মামলায় স্বামীর দোষ স্বীকার
৪ এপ্রিল ২০২১ ২০:১৬
ঢাকা: রাজধানীর কড়াইল বস্তিতে স্ত্রী হাসি খাতুন (২৪) ও শিশু পুত্র নিরবকে (৫) হত্যার অভিযোগ স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে রুবেল।
রোববার (৪ এপ্রিল) বিকেল চারটার দিকে মামলার তদন্ত কর্মকর্তা বনানী থানার উপপরিদর্শক (এসআই) শাহ সিরাজ উদ্দিন আসামি রুবেলকে আদালতে হাজির করেন। এরপর রুবেল স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে রাজি হলে তার জবানবন্দি রেকর্ড করার আবেদন করেন এ তদন্ত কর্মকর্তা।
এই আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবব্রত বিশ্বাস তার জবানবন্দি রেকর্ড করেন। এরপর তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
গত ৩ এপ্রিল রাজধানীর তুরাগ থানাধীন কামার পাড়া কাঁচামালের আড়তের সামনে থেকে রুবেলকে গ্রেফতার করে র্যাব-১ এর সদস্যরা । জোড়া খুনের ঘটনায় রুবেলকে আসামি করে গত ২৪ মার্চ বনানী থানায় মামলাটি দায়ের করেন হাসির বাবা মো. হাতেম। অভিযোগে থেকে জানা যায়, স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া-বিবাদের জেরে এ হত্যা ঘটেছে।
সারাবাংলা/এআই/এনএস