ভোগান্তি এড়াতে হাসপাতালের তথ্য অ্যাপসে প্রচারের দাবি সুজনের
৪ এপ্রিল ২০২১ ২১:৩৬
চট্টগ্রাম ব্যুরো: করোনায় আক্রান্তদের চিকিৎসায় হয়রানি এড়াতে মোবাইল অ্যাপসের মাধ্যমে সরকারি-বেসরকারি হাসপাতালের শয্যাসংখ্যাসহ সকল তথ্য প্রচারের দাবি জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক প্রশাসক খোরশেদ আলম সুজন। তিনি বলেন, ‘আমি স্বাস্থ্য বিভাগকে বলব- আপনারা একটা সেন্ট্রাল অ্যাপস তৈরি করুন। সেখানে সকল হাসপাতালের তথ্য থাকবে। ক্লিক করলেই যাতে জানা যায়, কোন হাসপাতালে কতটি আইসিইউ কিংবা সাধারণ বেড খালি আছে। এতে চিকিৎসার জন্য রোগীদের হাসপাতালে-হাসপাতালে ঘুরতে হবে না।’
রোববার (৪ এপ্রিল) নগরীর শাহ আমানত সেতু ও ফিশারিঘাট এলাকায় করোনা মোকাবেলায় স্বাস্থ্যবিধি ও লকডাউন মানার জন্য নগরবাসীকে সচেতন করতে প্রচারণা চালানোর সময় সুজন এসব কথা বলেন। এ সময় সুজন মাস্ক, সাবান ও স্যানিটাইজার বিতরণ করেন।
নগর আওয়ামী লীগের সহসভাপতি খোরশেদ আলম সুজন বলেন, ‘বিশ্বব্যাপী করোনার দ্বিতীয় ঢেউ ছড়িয়ে পড়েছে। মাননীয় প্রধানমন্ত্রী জীবন ও জীবিকাকে সমুন্নত রাখতে এবং দেশের অর্থনীতির চাকা সচল রাখতে বেশকিছু নির্দেশনা দিয়েছিলেন। আমরা বুঝে, না বুঝে দিনের পর দিন এসব নির্দেশনা অমান্য করেছি। আমরা দেখেছি, জনসাধারণের মাঝে একটা অসহিষ্ণু মনোভাব কাজ করেছে। এতে আমরা নিজেরাই নিজেদের জন্য বিপদ ডেকে আনছি।‘
তিনি করোনা মোকাবিলায় সরকারের ঘোষিত লকডাউন কঠোরভাবে অনুসরণের জন্য নগরবাসীর প্রতি আহ্বান জানান।
যেকোনো সংকটে নগরবাসীর পাশে থাকার আশ্বাস দিয়ে সুজন বলেন, ‘আমি এ শহরের মানুষ, এ শহরে আমার জন্ম। আমি কোন পদে থাকি বা না থাকি সবসময় নগরবাসীর পাশে থাকবো।’
যেকোনো প্রয়োজনে ০১৭১৩-১১০৮৪৬ অথবা ০১৭৭২-৫০০৭০০ নম্বরে যোগাযোগ করার অনুরোধ করেছেন খোরশেদ আলম সুজন।
এসময় অন্যানের মধ্যে নাগরিক উদ্যোগ সংগঠনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাজী মো. ইলিয়াছ, সদস্য সচিব হাজী মো. হোসেন, মোরশেদ আলম, মো. বাবলু, মঈনুল আলম জয় ছিলেন।
সারাবাংলা/আরডি/এমআই