ঘোড়ায় চড়ে তলোয়ার হাতে মিছিলে আসা হেফাজত কর্মী গ্রেফতার
সিনিয়র করেসপন্ডেন্ট
৪ এপ্রিল ২০২১ ২২:০৪
৪ এপ্রিল ২০২১ ২২:০৪
ঢাকা: হেফাজতের হরতালের পরের দিন (২৮ মার্চ) তাণ্ডবের আগে ঘোড়ায় চড়ে তলোয়ার হাতে মিছিলে আসা ব্যক্তি সৈকতকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব।
রোববার (৪ এপ্রিল) রাতে র্যাব সদর দফতর থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।
এর আগে, তাকে র্যাব সদর দফতরের গোয়েন্দা দল এবং র্যাব-১১ এর আভিযানিক দল পার্বত্য জেলা রাঙ্গামাটির বাঘাইছড়ির দুর্গম এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
র্যাবের গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার মইন হোসেন বলেন, ‘গত ২৮ মার্চ নরসিংদীর বেলানগরে ঘোড়ায় চড়ে তলোয়ার হাতে নাশকতার উস্কানি দিয়েছেন। সৈকত সামনে থেকে কর্মীদের নেতৃত্ব দিয়েছেন। যার ফলে নরসিংদীর ভেলানগরে নাশকতা ও আতঙ্ক ছড়িয়ে পড়ে। র্যাবের গোয়েন্দা দল শুরু থেকেই নজরদারি ও ছায়া তদন্ত করে। তিনি একজন এজাহারে বর্ণিত আসামি।’
সারাবাংলা/ইউজে/এমও