||সারাবাংলা ডেস্ক||
ব্রেক্সিটের প্রেক্ষিতে ইউরোপিয়ান ইউনিয়নের সঙ্গে ভবিষ্যতে সম্পর্কে সমঝোতার বিষয়ে নতুন নির্দেশনা অনুমোদন করেছে জোটটির নেতৃবৃন্দ।
বেলজিয়ামের ব্রাসেলসে ইইউ সদর দপ্তরে বাণিজ্য, নিরাপত্তা এবং অন্যান্য বিষয়ে নেওয়া সিদ্ধান্তটি কয়েক মিনিটের মধ্য গৃহীত হয়। এর ফলে ব্রেক্সিটের পরবর্তী পর্যায়ের আলোচনার পথ সুগম হয়।
২০১৯ সাল নাগাদ যুক্তরাজ্যের এ জোট থেকে বের হয়ে যাওয়ার কথা। সমঝতাকারীরা বলেছে, এ বছর শেষ নাগাত তারা শান্তিপূর্ণ একটি চুক্তি চায়।
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী থেরেসা মে বিশ্বাস করেন, এখানে একটি নতুন সহযোগিতা এবং সুযোগের সম্ভাবনা ছিল।
নির্দেশিকা অনুষ্ঠানিক ভাবে গ্রহণ করার মাধ্যমে ব্রেক্সিট প্রক্রিয়ার গতি লাগলো।
এই নির্দেশিকা প্রধান সমঝোতাকারী মাইকেল বারনিয়েরকে যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি কথা বলার অনুমতি দেয়। এ আলোচনার ফলে অক্টোবরের মধ্যে ইইউ ও ইউকে পার্লামেন্টের মধ্যকার বিস্তৃত রাজনৈতিক চুক্তিতে পৌঁছাতে সাহায্য করবে, বলছেন বিশেষজ্ঞরা।
সারাবাংলা/এমএ