ইন্দোনেশিয়া-পূর্ব তিমুরে বন্যা-ভূমিধস, ৭১ মৃত্যু
৫ এপ্রিল ২০২১ ১১:১৫
ইন্দোনেশিয়ার ফ্লোরেস দ্বীপ এবং পার্শ্ববর্তী পূর্ব তিমুরে তীব্র বৃষ্টিপাতের প্রভাবে হঠাৎ বন্যা এবং ভূমিধসের সৃষ্টি হয়েছে। এখন পর্যন্ত ৭১ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও, ইন্দোনেশিয়ায় নিখোঁজ রয়েছেন আরও ৪০ জন। খবর বিবিসি।
এক বিবৃতিতে দুর্যোগ মোকাবিলা সংস্থার মুখপাত্র রাদিত্য জাতি জানিয়েছেন, ইন্দোনেশিয়ার প্রসারিত দ্বীপপুঞ্জের পূর্বদিকে ফ্লোরেসে ৪৯ পরিবার ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। লামনেলে গ্রামে কয়েক ডজন বাড়ি মাটিতে দেবে গেছে। অনেকের বসতবাড়ি বন্যার পানিতে ভেসে যেতে দেখেছেন তিনি।
এদিকে, ফ্লোরেসের পূর্বদিকে আদোনারা দ্বীপে একটি ব্রিজ ভেঙে পড়েছে। উদ্ধারকারীরা তীব্র বৃষ্টিপাত, প্রবল বাতাস এবং সমুদ্রের ঢেউয়ের সঙ্গে এখনো লড়াই করছেন, যোগ করেন রাদিত্য।
এ ব্যাপারে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, পাশ্ববর্তী পূর্ব তিমুরের রাজধানী দিলির উপকণ্ঠে এক শিশুসহ তিনজনের মৃত্যু হয়েছে। যদিও সরকারিভাবে কোনো তথ্য এখনো প্রকাশ করা হয়নি।
বিবৃতিতে পূর্ব তিমুরের উপ-প্রধানমন্ত্রী হোসে রিস জানান, ভারী বৃষ্টিপাত এবং পানির তীব্র স্রোতের প্রভাবে স্থানীয় বাসিন্দাদের অসংখ্য ঘরবাড়ি তলিয়ে গেছে। বেশ কয়েকজনের প্রাণও গিয়েছে বলে ধারণা করা হচ্ছে। রাস্তা ও গাছ ভেঙে গেছে।
সারাবাংলা/একেএম