Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অর্ধেক জনবল নিয়ে চলছে সচিবালয়

ঝর্ণা রায়, স্পেশাল করেসপন্ডেন্ট
৫ এপ্রিল ২০২১ ১৫:১৭

ঢাকা: করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সরকারি নির্দেশনা মেনে অর্ধেক জনবল নিয়ে কাজ চলছে প্রশাসনের কেন্দ্রবিন্দু সচিবালয়ে। কর্মকর্তারা বলছেন, বিদ্যমান পরিস্থিতিতে কাজ এগিয়ে নিতে ঝুঁকি থাকলেও স্বাস্থ্যবিধি মেনেই কাজ করছেন তারা।

সোমবার (৬ এপ্রিল) সচিবালয়ে সবগুলো মন্ত্রণালয়ে স্বাভাবিক কাজর্কম চলেছে। জরুরি কর্মকর্তা- কর্মচারীদের অফিসে দেখা গেছে।

সোমবার মন্ত্রিসভা বৈঠক থাকায় অফিস করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, আইনমন্ত্রী আনিসুল হক, মুক্তিযুদ্ধ বিষয়ক আ ক ম মোজাম্মেল হক। আরও ছিলেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী, পররাষ্ট্র মন্ত্রী এবং শিল্পমন্ত্রী। তারা ভার্চুয়াল মন্ত্রিসভা বৈঠকে যোগ দিয়েছেন।

ওই বৈঠকে আরও উপস্থিত ছিলেন মন্ত্রিপরিষদ সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব, নৌ পরিবহন মন্ত্রণালয়ের সচিব, আইন সচিব, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, অর্থ বিভাগের সচিব, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান।

অর্ধেক জনবল নিয়ে অফিস পরিচালিত হয়েছে তথ্য অধিদফতরেও। প্রধান তথ্য কর্মকর্তা সুরথ কুমার সরকার সারাবাংলাকে বলেন, ‘তথ্য অধিদফতরের কাজ সবসময়ই চলমান থাকে। বর্তমান পরিস্থিতিতে আমরাও সরকারের নির্দেশনা মোতাবেক অর্ধেক জনবল নিয়ে কাজ করছি। যেহেতু এখন গণপরিবহন বন্ধ সেহেতু যারা সরকারের পরিবহন ব্যবহার করেন তারা সেভাবে অফিস করছেন। আর যারা গণপরিবহন ব্যবহার করতেন বা যাতায়াতে অসুবিধা তাদের জন্য আমরা গাড়ির ব্যবস্থা করেছি।’

খোঁজ নিয়ে জানা গেছে, মন্ত্রিপরিষদ বিভাগ, জনপ্রশাসন মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ, বাণিজ্য মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয়, মৎস ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, নৌ পরিবহন মন্ত্রণালয়, তথ্য মন্ত্রণালয়, তথ্য অধিদফতর সকলেই নির্দেশনা মোতাবেক কাজ করছেন।

বিজ্ঞাপন

তবে সীমিত সংখ্যক গণমাধ্যমকর্মীদের সচিবালয়ে প্রবেশের অনুমতি দিলেও সাধারণ দর্শনার্থীদের প্রবেশ একেবারেই নিষিদ্ধ রয়েছে। নিরাপত্তা বাহিনীর সদস্যরা জানান, তারাও অর্ধেক জনবল নিয়ে ডিউটি করছেন।

এ প্রসঙ্গে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন জানান, আমাদের আগের যে নির্দেশনা সেখানে কর্মস্থলে ৫০ ভাগ জনবলের কথা বলা আছে। তবে আমরা চাইলে আরও কমাতে পারি, প্রয়োজন অনুযায়ী জনবল রাখতে হবে।

তিনি আরও বলেন, আজ থেকে শুরু হওয়া বিধিনিষেধ ইস্যুতে পুলিশ-প্রশাসনের ওপর যে নির্দেশনা রয়েছে তা তারা কঠোরভাবে বাস্তবায়ন করবেন বলে জানিয়েছেন।

এদিকে বিধিনিষেধ আরেক দফা বৃদ্ধির আভাস দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। জনপ্রশাসন প্রতিমন্ত্রীকে এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘সেটি এখনি বলা যাচ্ছে না। তা নির্ভর করবে সংক্রমণ বাড়া কিংবা কমে আসার ওপরে। তবে এ বিষয়ে বৃহস্পতিবার আলোচনা হবে।’

সারাবাংলা/জেআর/এসএসএ

সচিবালয়

বিজ্ঞাপন

আদানি গ্রুপের নতুন সংকট
২২ নভেম্বর ২০২৪ ১৫:৩৬

নতুন ইসির শপথ রোববার দুপুরে
২২ নভেম্বর ২০২৪ ১৪:২৩

আরো

সম্পর্কিত খবর