ভবন থেকে পড়ে ২ শ্রমিকের মৃত্যু
৫ এপ্রিল ২০২১ ১৮:৪৮
ঢাকা: রাজধানীর দক্ষিণ বনশ্রী ও বিমানবন্দরে পৃথক ঘটনা দুটি ঘটে। তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক বিকেল ৫টার দিকে মৃত ঘোষণা করে।
নিহতরা হলেন দক্ষিণ বনশ্রীর রড মিস্ত্রী মতিউর রহমান (৫০), বিমানবন্দরের মামুন (১৭)। তাদের মৃতদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে।
খিলগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ফেরদৌস জানায়, মৃত মতিউর রহমান রড মিস্ত্রীর কাজ করত। সে বনশ্রীতে একটি নির্মাণাধীন ভবনে কাজ করতো। দুপুরে ভবনের সাত তলায় কাজ করার সময় নিচে পড়ে আহত হয়। পরে হাসপাতালে নেওয়া হলে মারা যায়।
এসআই আরও জানান, মৃত মতিউরের বাড়ি গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার বগমানপুর গ্রামে। তারা পশ্চিম নন্দিগ্রামে থাকত।
মৃত মামুনের সহকর্মী ইকবাল শেখ জানায়, তারা বিমানবন্দরের ভেতরে একটি নির্মানাধীন ভবনে কারছিল। মামুন সেখানে রাজমিস্ত্রীর কাজ করতো। ঘটনার সময় মামুন তিন তলায় বাইরের দিকে মাচান বেঁধে কাজ করছিল। বিকাল ৪টার দিকে মাচান থেকে পড়ে গুরুতর আহত হয়। পরে হাসপাতালে নিয়ে গেলে মারা যায়।
ইকবাল আরও জানায়, মৃত মামুনের বাড়ি দিনাজপুর জেলার চিবিড়বন্দর উপজেলার মোহনপুর গ্রামে। বাবার নাম মাজেদুল ইসলাম। তারা ওই নির্মাণাধীন ভবনেই থাকত।
সারাবাংলা/একে