Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

করোনায় সুপ্রিম কোর্টের আইনজীবী রশিদ আহমেদের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট
৬ এপ্রিল ২০২১ ০১:০০

ঢাকা: করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী রশিদ আহমেদ (৫১) মারা গেছেন।

সোমবার (৫ এপ্রিল) দুপুর ১টা ৫০ মিনিটে রাজধানীর সরকারি কর্মচারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

আইনজীবী রশিদ আহমেদের মৃত্যুর তথ্য জানিয়ে সাবেক ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু সারাবাংলাকে বলেন, আইনজীবী রশিদ আহমেদ করোনা আক্রান্ত হয়ে গত ২১ মার্চ হাসপাতালে ভর্তি হন। তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ২২ মার্চ আইসিইউতে স্থানান্তর করা হয়। আজ (সোমবার) দুপুর ১টা ৫০ মিনিটে তিনি মারা গেছেন।

আইনজীবী রশিদ আহমেদের মরদেহ তার গ্রামের বাড়ি কুড়িগ্রাম জেলার নাগেশ্বরীতে নেওয়া হবে। সেখানে জানাজা শেষে দাফন করা করা হবে। তার স্ত্রী ও তিন সন্তান রয়েছে বলেও জানান মোতাহার হোসেন সাজু।

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সদস্য ও প্রশাসনিক ট্রাইব্যুনালের নিয়মিত আইনজীবী রশিদ আহমেদ ২০১৭ সালে সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশনে আইন পেশা পরিচালনার জন্য অনুমতিপ্রাপ্ত হন।

সারাবাংলা/কেআইএফ/টিআর

আইনজীবী রশিদ আহমেদ করোনা সংক্রমণ নিয়ে মৃত্যু করোনায় মৃত্যু সুপ্রিম কোর্টের আইনজীবী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর