করোনা সংক্রমণ পরিস্থিতি ওয়ার্কার্স পার্টির উদ্বেগ
৫ এপ্রিল ২০২১ ২২:১০
ঢাকা: দেশে চলমান করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতিকে ‘দ্বিতীয় ঢেউ’ অভিহিত করে সংক্রমণের ব্যাপকতা ও মৃত্যুতে গভীর উদ্বেগ জানিয়েছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন। সংক্রমণের ভয়বহতা মোকাবিলায় সরকার ঘোষিত বিভিন্ন নির্দেশনা অনুসরণ করা হচ্ছে না বলেও অভিযোগ করেন তিনি।
সোমবার (৫ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে মেনন করোনা পরিস্থিতি নিয়ে এ উদ্বেগের কথা জানান। তিনি বলেন, সরকার স্বাস্থ্যবিধি অনুসরণসহ ১৮ দফা নির্দেশনা ও পরে ৫ এপ্রিল থেকে সপ্তাহব্যাপী কঠোর নির্দেশনা ঘোষণা করলেও এসব অনুসরণ বা অনুসরণের ব্যবস্থা নেওয়ার কোনো উদ্যোগ দেখা যায়নি।
বিবৃতিতে মেনন বলেন, লকডাউন ঘোষণার পর গতবারের মতো এবারও সীমিত সময়ে ঢাকা ছাড়ার জন্য মানুষ প্রাণান্তকর চেষ্টা করে। ঈদ উৎসবের মতো বিভিন্ন গন্তব্যে যাওয়ার যে হিড়িক, তাতে ভয়ানকভাবে স্বাস্থ্যবিধি ভঙ্গ হয়েছে। অন্যদিকে সাধারণ মানুষের যাতায়তের বাহন বন্ধ করে ব্যক্তিগত বাহনে চলাচলের সুযোগ শুধু অমানবিকই নয়, বৈষম্যমূলক। অবস্থা দৃষ্টে মনে হয়, সরকারের নির্দেশিত ১৮ দফা নির্দেশিকা অনুসরণ ও জনগণকে স্বাস্থ্যবিধি প্রতিপালনে জেলা প্রসাশনের কোনো দায়দায়িত্ব নেই।
বিবৃতিতে রাশেদ খান মেনন বলেন, লকডাউনের কারণে নিম্ন আয়ের মানুষ তথা শ্রমজীবী মানুষ জীবিকা নিয়ে সংকটে পড়বে। এই সংকট মোকাবিলায় তাদের জন্য খাদ্যসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহ ও নগদ অর্থ সহায়তা দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
বিবৃতিতে ওয়ার্কার্স পার্টির সভাপতি মেনন উল্লেখ করেন, লকডাউনে সবকিছু বন্ধ থাকলেও সরকার উৎপাদনের স্বার্থে মিল-কারখানা চালু রাখার ঘোষণা দিয়েছে। এ কারণে শ্রমিকদের জীবনের ঝুঁকি নিয়ে কাজ করতে হবে। তাই করোনাকালে শ্রমিক-কর্মচারীদের সুরক্ষা নিশ্চিত করা, করোনা আক্রান্ত শ্রমিকদের বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা করা, তাদের ঝুঁকি ভাতা প্রদান ও অপ্রাতিষ্ঠানিক খাতের শ্রকিদের খাদ্য ও নগদ সহায়তা প্রদান করতে হবে।
বিবৃতিতে মেনন বলেন, করোনা প্রাদুর্ভাবে আমাদের স্বাস্থ্যখাতের বেহাল দশা চোখে আঙুল দিয়ে দেখিয়েছে। করোনা আক্রান্ত মানুষ যেন প্রয়োজনীয় চিকিৎসা পায়, তার ব্যবস্থা নিশ্চিত করতে হবে। প্রধানমন্ত্রী জেলা-উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে আইসিইউয়ের ব্যবস্থা করার কথা বলেছেন। তা দ্রুত কার্যকর করতে হবে।
সারাবাংলা/এএইচএইচ/টিআর