Friday 06 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ওয়ালটনের ব্র্যান্ডিং হিরোস অ্যাওয়ার্ড পেলো ৬০ ব্যক্তি-প্রতিষ্ঠান

সারাবাংলা ডেস্ক
৬ এপ্রিল ২০২১ ১০:৩৪

ঢাকা: দেশের ইলেকট্রনিক্স জায়ান্ট ওয়ালটনের ‘ব্র্যান্ডিং হিরোস’ অ্যাওয়ার্ড পেলো ৬০ পরিবেশক ও প্রতিষ্ঠান। ক্রিয়েটিভ ব্র্যান্ডিং আইডিয়ার মাধ্যমে ওয়ালটন ডিজিটাল ক্যাম্পেইনের প্রতি ব্যাপক ক্রেতা আকর্ষণ তৈরি করায় এই পুরস্কার দেওয়া হয়।

এছাড়া ইনভেনটরি ব্যবস্থাপনা, বিক্রয় ও রপ্তানি বৃদ্ধিতে অবদান রাখায় ওয়ালটন গ্রুপের আরও ১৯ জন কর্মকর্তাকে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার দেওয়া হয়েছে।

সম্প্রতি রাজধানীর ওয়ালটন করপোরেট অফিসে অনলাইন প্ল্যাটফর্মে ‘ব্র্যান্ডিং হিরোস’ শীর্ষক এক অ্যাওয়ার্ড প্রোগ্রামের আয়োজন করা হয়। অনলাইন প্লাটফর্মের মাধ্যমে এতে যুক্ত ছিলেন সারা দেশে বিস্তৃত ওয়ালটনের এরিয়া, জোনাল ও প্লাজা ম্যানেজার, ডিস্ট্রিবিউটরসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এই অনলাইন আয়োজনে আরও উপস্থিত ছিলেন- ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর প্রকৌশলী গোলাম মুর্শেদ, অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর আবুল বাশার হাওলাদার, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর নজরুল ইসলাম সরকার, ইভা রিজওয়ানা নিলুসহ অনেকে।

সারাবাংলা/এমও

ওয়ালটন ব্র্যান্ডিং হিরোস ব্র্যান্ডিং হিরোস অ্যাওয়ার্ড


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর