Thursday 03 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফ্রান্সে জিম্মিদশার অবসান, হামলাকারীসহ নিহত ৩


২৩ মার্চ ২০১৮ ২২:৪৪ | আপডেট: ৫ নভেম্বর ২০১৮ ২০:৩১
Sarabangla | Breaking News | Sports | Entertainment

।। সারাবাংলা ডেস্ক ।।

ঢাকা:  ফ্রান্সের দক্ষিণাঞ্চলীয় ট্রেব শহরের বিপণীকেন্দ্রে জিম্মি অবস্থার অবসান হয়েছে। সোয়া চার ঘণ্টা জিম্মি অবস্থার শেষে বন্দুকধারীসহ তিনজন নিহত হয়েছেন বলে জানিয়েছে বিবিসি অনলাইন।

স্থানীয় সময় শুক্রবার (২৩ মার্চ) শহরটির ‘সুপার ইউ’ নামে একটি বিপণীকেন্দ্রে এক ব্যক্তি গোলাগুলি শুরু করেন। দেশটির স্থানীয় টেলিভিশনে ট্রেব শহরের প্রসিকিউটর জানান, জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) উসকানিতে এ ঘটনা ঘটেছে। পরে আইএসের মুখপাত্র হিসেবে পরিচিত ‘আমাক’ অনলাইনেও ফ্রান্সে হামলার দায় স্বীকার করে বিবৃতি দেওয়া হয়।

এদিকে বিপনীকেন্দ্রে জিম্মিদশার পরপরই ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী জেরার্ড কলাম্বো টুইটারে জানান, আইন-শৃঙ্খলা বাহিনী এলাকাটি ঘিরে ফেলেছে। এরপর ধারাবাহিক অগ্রগতিও স্বরাষ্ট্রমন্ত্রী জানান টুইটারে। তিনি জানিয়েছেন, সুপারশপে জিম্মি অবস্থার অবসান হয়েছে। হামলাকারীসহ ৩ জন নিহত হয়েছে।

বিজ্ঞাপন

সবশেষ স্বরাষ্ট্রমন্ত্রী জেরার্ড কলাম্বো টুইটারে আরও জানান, হামলাকারী মরোক্কো বংশদ্ভূত ফরাসি নাগরিক। উগ্রবাদী আদর্শে অনুপ্রাণিত ওই ব্যক্তি আগে থেকেই পুলিশের তালিকায় ছিল বলেও জানিয়েছেন তিনি।

বিবিসি জানিয়েছে, বিপণীকেন্দ্রে ঢোকার আগে, একজন বন্দুকধারী পুলিশ কর্মীদের ওপর গুলি করে। এতে পুলিশের বেশ কয়েকজন সদস্য আহত হয়েছেন তবে তাদের অবস্থা গুরুতর নয়।

নাম না প্রকাশের শর্তে একজন নিরাপত্তাকর্মীর বরাত দিয়ে ফ্রান্সের সংবাদমাধ্যম এএফপি জানিয়েছে, স্থানীয় সময় বেলা সোয়া ১১টার দিকে একজন বন্দুকধারী ট্রিবিসে ‘সুপার ইউ’ নামে একটি সুপার মার্কেটে প্রবেশ করে। তখন ভেতর থেকে গুলির আওয়াজ শোনা যাচ্ছিল।

স্থানীয় একজন আইনজীবী জানিয়েছেন, বন্দুকধারী নিজেকে আইএস সদস্য বলে দাবি করছে।

গত বছর মে মাসে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো দায়িত্ব নেওয়ার পরে এটিই প্রথম আইএস এর হামলা। এর আগে ২০১৫ সালে প্যারিসে একটি বারে আইএস জিহাদিদের হামলায় ১৫০ জন নিহত হয়। ২০১৬র জুলাইয়ে একজন আইএসের কর্মী দাবিকারী একজন উৎসব উৎযাপনের উপরে ট্রাক তুলে দেয় এতে ৮৪ জন নিহত হয়।

২০১৫ এ প্যারিস হামলার পরে দেশটিতে জরুরি অবস্থা জারি করা হয় যা অবশেষে গত বছর অক্টোবরে তোলা হয়। এখনো দেশটির গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্রগুলোতে সেনাবাহিনী নিরাপত্তা দিয়ে থাকে।

সারাবাংলা/এসবি

ফ্রান্সের সুপারমার্কেটে আইএসের হাতে ‘বহু’ জিম্মি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর