Friday 06 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘ভ্যাকসিনের পরবর্তী চালান বিষয়ে দু-চারদিনের মধ্যেই জানা যাবে’

সিনিয়র করেসপন্ডেন্ট
৬ এপ্রিল ২০২১ ২৩:৪৬

জাহিদ মালেক, ফাইল ছবি

ঢাকা: স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ভারতের সঙ্গে চুক্তি অনুযায়ী করোনার ভ্যাকসিন গত মাসে আমরা পাইনি। ভারতের সিরাম ইনস্টিটিউটের সঙ্গে যোগাযোগ চলছে। ভ্যাকসিনের ব্যাপারে তাগাদা দেওয়া হচ্ছে। পরবর্তী চালান কবে আসবে তা দু-চারদিনের মধ্যেই জানা যাবে।

মঙ্গলবার (৬ এপ্রিল) বিকেলে রাজধানীর মহাখালীতে উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) করোনা আইসোলেশন সেন্টার পরিদর্শন শেষে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।

জাহিদ মালেক বলেন, ‘আমাদের ভ্যাকসিন কার্যক্রম চলমান রয়েছে। সামনে দ্বিতীয় ডোজ দেওয়া শুরু হবে। প্রথম ধাপের ডোজ চলমান রয়েছে। আমরা আশা করি, পেয়ে যাবো ভ্যাকসিন। বেক্সিমকোর মাধ্যমে সিরাম ইনস্টিটিউট থেকে আমরা ভ্যাকসিন পাচ্ছি। তারা আশ্বস্ত করেছে পরবর্তী চালান এই মাসে আমরা পাব। আপনারা জানেন, গত মাসে আমরা ভ্যাকসিন পাইনি। শুধু ১২ লাখ ভ্যাকসিন উপহার হিসেবে পেয়েছি। কেনা ভ্যাকসিন এখনো পাইনি। দু-চারদিনের মধ্যে একটি কনফার্ম নিউজ আমরা পাব। আমরা প্রতিনিয়ত তাগাদা দিচ্ছি।’

তিনি বলেন, ‘করোনা সংক্রমণে বর্তমানে রোগীর সংখ্যা ১১গুণ বেড়েছে। এভাবে বাড়তে থাকলে হাসপাতালগুলোতে জায়গা দেওয়া সম্ভব হবে না। বর্তমানে রাজধানীতে সরকারি হাসপাতালগুলোতে ৫ হাজার বেড রয়েছে। করোনার সংক্রমণ যে হারে বাড়ছে সে হারে বাড়লে চিকিৎসা দিয়ে কুল পাওয়া যাবে না। সমীক্ষায় দেখতে পেয়েছি, যারা কক্সবাজার, বান্দরবানে অবকাশ যাপন করতে গিয়েছিলেন এবং যারা বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে অংশ নিয়েছেন স্বাস্থ্যবিধি মেনে চলেননি তারাই করোনায় সংক্রমিত বেশি হয়েছেন। সরকার নির্ধারিত ১৮ দফা জনগণকে মেনে চলতে হবে।’

লকডাউনকে কেন্দ্র করে দেশের বিভিন্ন জায়গায় সংঘর্ষের ঘটনাও ঘটছে এবং বিক্ষোভের সৃষ্টি হচ্ছে। এ বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘কিছু লোকজন লকডাউন মানতে চায়নি। এসব বিষয়ে প্রশাসন ব্যবস্থা নিচ্ছে। আমাদের বিভিন্ন জেলায় ডিসি-এসপিরা আছেন উনারা কমিটির মাধ্যমে ব্যবস্থা নিচ্ছেন।’

এ সময় স্বাস্থ্যসেবা বিভাগের নতুন সচিব লোকমান হোসেন মিয়া, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক এবিএম খুরশিদ আলম, হাসপাতালটির পরিচালক ব্রিগেডিয়ার এটিওএম নাসির উদ্দিনসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এসবি/পিটিএম

জাহিদ মালেক দু-চারদিন পরবর্তী চালান ভ্যাকসিন সিরাম স্বাস্থ্যমন্ত্রী


বিজ্ঞাপন
সর্বশেষ

বাংলাদেশ-ভারত টেস্টে হামলার হুমকি!
৬ সেপ্টেম্বর ২০২৪ ২১:৩৫

সম্পর্কিত খবর