Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘১০ দিনের মধ্যে ঢাকার আইসিইউ বেড দ্বিগুণ হবে’

সিনিয়র করেসপন্ডেন্ট
৭ এপ্রিল ২০২১ ০০:০৩

ঢাকা: দেশে নভেল করনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ বাড়ছেই। আর এমন অবস্থায় বাড়ছে হাসপাতালে রোগীর ভিড়। তবে আগামী সাত থেকে ১০ দিনের মধ্যে রাজধানীর বিভিন্ন হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রের (আইসিইউ) সংখ্যা দ্বিগুণ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সেইসঙ্গে সাধারণ শয্যাও বাড়ানো হবে এ সময়ের মধ্যে।

মঙ্গলবার (৬ এপ্রিল) সারাবাংলাকে এসব কথা বলেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. এ বি এম খুরশীদ আলম।

বিজ্ঞাপন

স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক বলেন, ‘ইতোমধ্যেই ঢাকার বিভিন্ন হাসপাতালের শয্যাসংখ্যা বাড়ানোর বিষয়ে উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী ৭ থেকে ১০ দিনের মধ্যে এর সুফল দেখা যাবে। এরই মধ্যে স্বাস্থ্য অধিদফতর ও বিভিন্ন হাসপাতাল কর্তৃপক্ষের মধ্যে একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এতে সিদ্ধান্ত হয়েছে রাজধানীর সরকারি-বেসরকারি সব হাসপাতালেই আইসিইউ ও সাধারণ শয্যা বাড়ানো বিষয়ে। মূলত দেশের বর্তমান সংক্রমণ পরিস্থিতি মূল্যায়ন ও করণীয় ঠিক করতে বৈঠকটি হলেও এতে হাসপাতালে শয্যার বিষয়েও আলাপ হয়েছে।’

তিনি বলেন, “বৈঠকে সরকারি হাসপাতালগুলোকে ‘নো অবজেকশন’ সনদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে করে তারা কোভিড-১৯ চিকিৎসায় ব্যবহৃত মেরোপেনেম ইনজেকশন নিজ নিজ উৎস থেকে কিনতে পারবে।”

তিনি আরও বলেন, ‘ঢাকা উত্তর সিটি করপরেশন মার্কেটের (ডিএনসিসি) মহাখালীতে যে আইসোলেশন সেন্টার ছিল সেটিকে পূর্ণাঙ্গ হাসপাতালে রূপান্তর করার কাজ চলছে দ্রুত গতিতে। এটি হতে যাচ্ছে দেশের সবচেয়ে বড় কোভিড-১৯ ডেডিকেটেড হাসপাতাল। এখানে ২০০টি আইসিইউ এবং সম্ভব হলে তার বেশিও যুক্ত হতে পারে। সেইসঙ্গে থাকবে এইচডিইউ শয্যাও। এছাড়াও এখানে অন্যান্য জেনারেল বেডও থাকবে। সব মিলিয়ে প্রায় এক হাজারের অধিক বেডের পরিকল্পনা সেখানে আছে। যা খুব দ্রুত চালু হতে যাচ্ছে।’

বিজ্ঞাপন

অধ্যাপক খুরশিদ বলেন, ‘সাধারণ শয্যা সংখ্যা বাড়ানো নিয়েও কাজ হচ্ছে। ইতোমধ্যেই কোভিড ডেডিকেটেড হিসেবে পরিচিতি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ২০০ শয্যা যুক্ত হয়েছে। সেখানে আরও ২০০ শয্যা যুক্ত হবে খুব দ্রুতই। এছাড়াও জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট অতিরিক্ত ২০০ শয্যা চালুর জন্য কাজ শুরু করেছে। সেইসঙ্গে জাতীয় কিডনি রোগ ও ইউরোলজি ইনস্টিটিউট ও জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটও তাদের শয্যা সংখ্যা বাড়াতে কাজ শুরু করেছে। এছাড়াও বিভিন্ন বেসরকারি হাসপাতালও তাদের হাসপাতালের শয্যা সংখ্যা বাড়ানোর চেষ্টা করে যাচ্ছে।’

এদিকে মঙ্গলবার (৬ এপ্রিল) স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ডিএনসিসি মার্কেট হাসপাতালটি আগামী দুই সপ্তাহের মধ্যে উদ্বোধন করা সম্ভব। এই হাসপাতালে একসঙ্গে যে ২শটি আইসিইউ বেড করা হচ্ছে, যা দক্ষিণ এশিয়ার মধ্যে বিরল। পাশাপাশি এখানে আরও ১ হাজারটি নতুন আইসোলেশন বেডও হচ্ছে।

এদিন বিকেলে রাজধানীর মহাখালীতে ঢাকা উত্তর সিটি করপোরেশন মার্কেট হাসপাতালের কাজের অগ্রগতি দেখতে গিয়ে একথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।

জাহিদ মালেক বলেন, ‘ঢাকার সব হাসপাতালে বেড বাড়ানোর ব্যবস্থা করছি। আড়াই হাজার শয্যাকে পাঁচ হাজার করা হয়েছে। এর চেয়ে আর বাড়ানো সম্ভব না। প্রতিদিন যদি ৪-৫ হাজার রোগী বাড়ে, তাহলে সারা শহরকে হাসপাতাল বানালেও সামাল দেওয়া সম্ভব না। বেড সংখ্যা যতই বাড়ানো হোক, মানুষ যদি স্বাস্থ্যবিধি মেনে না চলে তাহলে কোনোকিছুতেই করোনা নিয়ন্ত্রণে আসবে না।’

সারাবাংলা/এসবি/পিটিএম

১০ দিন আইসিইউ বেড দ্বিগুণ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর