Thursday 21 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তসলিমার বিরুদ্ধে ব্রিটিশ ক্রিকেটারদের টুইট যুদ্ধ

তথ্যপ্রযুক্তি ডেস্ক
৭ এপ্রিল ২০২১ ০০:৩৯

বাংলাদেশি নির্বাসিত লেখক তসলিমা নাসরিনের একটি টুইট নিয়ে সম্প্রতি সাইবার দুনিয়ায় তোলপাড় শুরু হয়েছে। সোমবার (৫ এপ্রিল) প্রকাশিত ওই টুইট যদিও এখন মুছে ফেলেছেন তসলিমা। কিন্তু তার স্ক্রিনশট মুহুর্তেই সাইবার দুনিয়ায় ছড়িয়ে পড়েছে।

 

ওই টুইটার বার্তায় ইংল্যান্ড জাতীয় ক্রিকেট দলের সদস্য মঈন আলীকে লক্ষ করে তসলিমা বলেন, তিনি যদি ক্রিকেটে আটকে না পড়তেন, তাহলে আইএসে (মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট) যোগ দেওয়ার জন্য সিরিয়া চলে যেতেন।

এখন অবশ্য নতুন একটি টুইট বার্তায় তসলিমা বলছেন, মইন আলিকে নিয়ে তার ওই প্রতিক্রিয়া ছিল নিছকই হাস্যরসাত্মক একটি ব্যাপার কিন্তু কট্টোরপন্থিরা বিষয়টিকে ভিন্নখাতে প্রবাহিত করার চেষ্টা করেছে।

এদিকে, তসলিমা নাসরিনের ওই টুইটের ব্যাপারে ইংলিশ পেস তারকা জোফরা আর্চার টুইটারে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছেন। টুইটে আর্চার বলেন, নিছক হাস্যরসের জন্য অথচ কেউ হাসেনি, এমনকি পোস্টদাতাও না। তার প্রমাণ, পোস্ট মুছে ফেলা।

অন্যদিকে ভারতের কয়েকটি শীর্ষ সংবাদ মাধ্যম তসলিমার ওই টুইট নিয়ে নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়ার খবর জানিয়েছে।

সারাবাংলা/একেএম

জোফরা আর্চার টপ নিউজ টুইট টুইটার তসলিমা নাসরিন মইন আলি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর