Tuesday 15 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

উস্কানির অভিযোগে ‘শিশুবক্তা’ রফিকুল ইসলাম মাদানী আটক

সিনিয়র করেসপন্ডেন্ট
৭ এপ্রিল ২০২১ ১৫:১১ | আপডেট: ৭ এপ্রিল ২০২১ ১৬:১৭

ঢাকা: রাষ্ট্রবিরোধী উস্কানিমূলক ও ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য এবং বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে ‘শিশুবক্তা’ খ্যাত রফিকুল ইসলাম মাদানীকে নেত্রকোনার নিজ বাড়ি থেকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

বুধবার (৭ এপ্রিল) বিকেল তিনটার দিকে র‌্যাব সদর দফতরের মিডিয়া শাখার পরিচালক কমান্ডার মঈন হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

সকাল থেকেই হেফাজতে ইসলামের বেশকিছু কর্মী ফেসবুক লাইভে এসে অভিযোগ করেন, রফিকুল ইসলাম মাদানীকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিয়ে গেছে। তার মুক্তি চেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কর্মসূচির ঘোষণাও দেওয়া হয়।

এর আগে শনিবার সোনারগাঁওয়ের একটি রিসোর্টে নারীসহ অবরুদ্ধ হন হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মামুনুল হক। সেসময় ফেসবুকে এসে মাদানীকে কঠোর ভাষায় সরকারের সমালোচনা করতে দেখা যায়। এছাড়া গত কয়েকদিন ধরেই সামাজিক যোগাযোগ মাধ্যমে রাষ্ট্রবিরোধী উস্কানি দেওয়া ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

বিজ্ঞাপন

সারাবাংলা/ইউজে/এএম

রফিকুল ইসলাম মাদানী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর