আন্তর্জতিক ডেস্ক
কুস্তি প্রতিযোগিতা চলাকালীন সময়ে গাড়িবোমা বিস্ফোরণে অন্তত ১৪ জনের মৃত্যু হয়েছে ও অন্তত ৪৭ জন গুরুতর আহত হয়েছে। তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানানো হচ্ছে।
হেলমন্দ প্রদেশে সরকারের একজন মুখপাত্র ওমর জ্বাক বলেন, শুক্রবার দক্ষিণ আফগানিস্তানের হেলমন্দ প্রদেশের রাজধানী লস্কর-গাতে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে এখন পর্যন্ত কোনো গোষ্ঠি এই হামলার দায় স্বীকার করেনি।
তিনি আরও জানান, কুস্তি প্রতিযোগিতার স্থানে একটি একটি গাড়ি যাওয়ার চেষ্টা করলে গাড়িটিকে বাঁধা দেওয়া হয়। তখন গাড়ির চালক বোমাটি সক্রিয় করে বিস্ফোরণ ঘটায়। ঘটনাস্থলেই ১৪ জনের মৃত্যু হয়।
তবে এই ঘটনার জন্য তালেবানকে দায়ী করা হচ্ছে।
সারাবাংলা/এমআই