গরমে উপাদেয় ও প্রশান্তির ফল তরমুজ। এই মৌসুমে দেশের দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলায় উৎপাদিত তরমুজ নৌযানে করে আনা হয় রাজধানীর বুড়িগঙ্গার বাদামতলীর ঘাটে। সেখানেই দেশের সবচে বড় তরমুজের পাইকারি বাজার। সকালে থেকে শুরু হয় বেচা-কেনার কর্মযজ্ঞ। কয়েকদিন আগে ছবিগুলো তুলেছেন সারাবাংলার সিনিয়র ফটো করেসপন্ডেন্ট হাবিবুর রহমান
তরমুজের হাট বাদামতলীর ঘাট
৮ এপ্রিল ২০২১ ১৪:৪১