Friday 02 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভোলায় মস্তকবিহীন অগ্নিদগ্ধ দুই মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৮ এপ্রিল ২০২১ ২০:২৬

ভোলা: চরফ্যাশন উপজেলায় অজ্ঞাত দুই ব্যক্তির মস্তকবিহীন অগ্নিদগ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৮ এপ্রিল) দুপুর দেড়টার দিকে আসলামপুর ইউনিয়নের ভুঁইয়ারহাট সুন্দরিখাল এলাকার একটি সুপারি বাগান থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়। এসময় মরদেহের পকেটে থাকা দুটি পোড়া মোবাইলসহ আরও কিছু আলামত সংগ্রহ করে পুলিশ।

চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

পুলিশ জানায়, দুপু‌রের দিকে স্থানীয়রা দুই ব্যক্তির মস্তকবিহীন মরদেহ বাগা‌নে দে‌খে পু‌লি‌শে খবর দেয়। খবর পে‌য়ে পুলিশ গিয়ে লাশ দুটির পোড়া অংশ উদ্ধার ক‌রে। ত‌বে মস্তকবিহীন থাকায় কেউ তা‌দের সনাক্ত কর‌তে পা‌রে‌নি। তা‌দের বয়স আনুমা‌নিক ৩৫ থে‌কে ৪০ বছ‌রের ম‌ধ্যে হ‌বে। বুধবার রাতের যেকোনো সময়ে পরিকল্পিতভাবে এই নৃশংস ঘটনা ঘটানো হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

ওসি মো. মনির হোসেন মিয়া জানান, অগ্নিদগ্ধ দেহাবশেষ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্ত করে প্রকৃত রহস্য উদঘাটনের জন্য চেষ্টা চালাচ্ছে পুলিশ।

সারাবাংলা/এসএসএ

ভোলা মস্তকবিহীন অগ্নিদগ্ধ দুই মরদেহ উদ্ধার