Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলায় ৫৯২ কোটি টাকা বরাদ্দ

স্পেশাল করেসপন্ডেন্ট
৮ এপ্রিল ২০২১ ২০:৪৭

ঢাকা: মহামারি করোনাভাইরাসের দ্বিতীয় দফায় কর্মহীন মানুষকে সহায়তা দিতে ৫৯২ কোটি ৯ লাখ ২৭ হাজার টাকা বরাদ্দ দিয়েছে সরকার। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাধ্যমে প্রায় ১ কোটি ২৪ লাখ ৪১ হাজার ৯০০ পরিবারকে এ আর্থিক সহায়তা দেওয়া হবে। বৃহস্পতিবার (৮ এপ্রিল) সরকারি এক তথ্য বিবরণীতে এ তথ্য জানানো হয়েছে।

তথ্য অধিদফতর থেকে পাঠানো ওই বিবরণীতে বলা হয়, ভিজিএফ কর্মসূচির আওতায় সারাদেশের ৬৪ জেলার ৪৯২টি উপজেলার জন্য ৮৭ লাখ ৭৯ হাজার ২০৩ টি কার্ড এবং ৩২৮টি পৌরসভার জন্য ১২ লাখ ৩০ হাজার ৭৪৬টি কার্ডসহ মোট ১ কোটি ৯ হাজার ৯৪৯ টি ভিজিএফ কার্ডের বিপরীতে ৪৫০ কোটি ৪৪ লাখ ৭৭ হাজার ৫০ টাকা বরাদ্দ দেওয়া হয়। পরিবার প্রতি ১০ কেজি চালের সমমূল্য অর্থাৎ কার্ড প্রতি ৪৫০ টাকা হারে আর্থিক সহায়তা দিতে উপজেলাগুলোর জন্য ৩৯৫ কোটি ৬ লাখ ৪১ হাজার ৩৫০ টাকা এবং পৌরসভাগুলোর জন্য ৫৫ কোটি ৩৮ লাখ ৩৫ হাজার ৭০০ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

কোভিড-১৯ পরিস্থিতিসহ অন্যান্য প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারকে তাৎক্ষণিক খাদ্য সহায়তার জন্য ১২১ কোটি ৬৪ লাখ ৫০ হাজার টাকা দেওয়া হয়েছে। দেশের ৬৪ জেলার ৪ হাজার ৫৬৮টি ইউনিয়নের প্রতিটিতে আড়াই লাখ টাকা হারে মোট ১১৪ কোটি ২০ লাখ মানবিক সহায়তা হিসেবে দেওয়ার জন্য এ অর্থ ছাড় করা হয়। সারাদেশে ৩২৮ পৌরসভার অনুকূলে মোট ৫ কোটি ৬৭ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। এর মধ্যে এ-ক্যাটাগরির প্রতিটি পৌরসভার জন্য দুই লাখ টাকা, বি-ক্যাটাগরির জন্য দেড় লাখ এবং সি-ক্যাটাগরির জন্য ১ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়।

ঢাকা দক্ষিণ ও উত্তর, গাজীপুর এবং চট্টগ্রাম সিটি করপোরেশনের জন্য ৭ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এছাড়া ময়মনসিংহ, নারায়ণগঞ্জ, কুমিল্লা, রাজশাহী, রংপুর, খুলনা, বরিশাল এবং সিলেট সিটি করপোরেশনের জন্য ৫ লাখ টাকা করে বরাদ্দ দেওয়া হয়েছে। এর বাইরে দেশের ৬৪ জেলার জেলা প্রশাসনের অনুকূলে এ-ক্যাটাগরির জন্য ২ লাখ, বি-ক্যাটাগরির জন্য দেড় লাখ এবং সি-ক্যাটাগরির জন্য ১ লাখ টাকা করে মোট ১ কোটি ৭৭ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/জেআর/পিটিএম

৫৯২ কোটি টাকা বরাদ্দ করোনা দ্বিতীয় ঢেউ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর